সুষম দ্রুতি কাকে বলে?
সুষম দ্রুতি : কোন গতিশীল বস্তু সরল বা বক্রপথে সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করে চলতে থাকলে বস্তুর ঐ দ্রুতিকে সুষম দ্রুতি বলে।
সুষম দ্রুতি : কোন গতিশীল বস্তু সরল বা বক্রপথে সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করে চলতে থাকলে বস্তুর ঐ দ্রুতিকে সুষম দ্রুতি বলে।
দশমিক সংখ্যা হতে বাইনারি সংখ্যায় রূপান্তর-Decimal to Binary দশমিক সংখ্যা হতে বাইনারি সংখ্যায় রূপান্তর করতে হলে দশমিক সংখ্যাটিকে ২ দ্বারা ভাগ করে ভাগশেষ সংরক্ষণ করা হয় এবং প্রাপ্ত ভাগফলকে পুনরায় ২ দ্বারা ভাগ করতে হয়। এভাবে ততক্ষণ পর্যন্ত ভাগ করতে হবে যতক্ষণ পর্যন্ত না ভাগফল 0 হয়। এবার ভাগশেষগুলো বিপরীত দিক হতে পাশাপাশি লিখে দশমিক সংখ্যাটির সমকক্ষ বাইনারি সংখ্যা পাওয়া…
যখন কোনো তরঙ্গ বিস্তৃত মাধ্যমের মধ্যদিয়ে ক্রমাগত অগ্রসর হয় তখন তাকে চলমান বা অগ্রগামী তরঙ্গ বলে। কম্পন বা স্পন্দন সঞ্চালনের সময় মাধ্যমের কণাসমূহের মধ্যে দশা পার্থক্য থাকে বলেই তরঙ্গ সৃষ্টি হয়। প্রতি সেকেন্ডে বীট 6 বলতে কি বুঝ? প্রতি সেকেন্ডে বীট 6 বলতে বুঝায়, মূল শব্দ তরঙ্গদ্বয়ের উপরিপাতনের ফলে লব্ধি তরঙ্গের শব্দের তীব্রতা প্রতি…
নিকাশ ঘর হলো এমন একটি স্থান বা প্রতিষ্ঠান যেখানে একটি নিকাশ পদ্ধতির মাধ্যমে কোনো নির্দিষ্ট এলাকা বা অঞ্চলের ব্যাংকসমূহ তাদের পরস্পরের মধ্যে দেনা-পাওনা সংক্রান্ত হিসাবের নিষ্পত্তি করে। অনলাইন ব্যাংকিং ও মোবাইল ব্যাংকিং এর গুরুত্ব লিখ। আধুনিক অর্থনীতিতে ব্যাংকিং সেবার মান বৃদ্ধি করার যেসব প্রক্রিয়া ও কৌশল অবলম্বন করা হচ্ছে তার মধ্যে অনলাইন ব্যাংকিং ও মোবাইল…
কোষ বিভাজন কি? উত্তর : কোষ বিভাজন হচ্ছে একটি প্রক্রিয়া, যার মাধ্যমে এক কোষ থেকে একাধিক কোষ সৃষ্টি হয়। জীবদেহে কত ধরনের কোষ বিভাজন দেখা যায়? উত্তর : জীবদেহে তিন ধরনের কোষ বিভাজন দেখা যায়। যেমন– (i) অ্যামাইটোসিস, (ii) মাইটোসিস এবং (iii) মিয়োসিস। অ্যামাইটোসিসঃ যে কোষ বিভাজনে মাতৃকোষের নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম সরাসরি বিভক্ত হয়ে দুটি অপত্য কোষ…
৩০ হাজার নিয়মিত যোদ্ধাকে নিয়ে গঠিত হয় মুক্তিফৌজ। ১ লাখ গেরিলা ও বেসামরিক যোদ্ধার সমন্বয়ে গঠিত মুক্তিবাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে মুক্তিফৌজ যুদ্ধ করেছিল।
অন্ত্রের প্রাচীরে মিউকোসা স্তরে কতকগুলো এককোষী গ্রন্থি খাদ্য পরিপাককারী এনজাইম ক্ষরণ করে। এসব গ্রন্থি নিঃসৃত রসকে আন্ত্রিক রস বলে। এতে যে সব এনজাইম পাওয়া যায় সেগুলো হচ্ছে– এন্টারোকাইনেজ : এটি নিষ্ক্রিয় ট্রিপসিনোজেনকে সক্রিয় ট্রিপসিনে পরিণত করে। মল্টেজ : এটি মল্টোজকে গ্লুকোজে পরিণত করে। সুক্রেজ : সুক্রোজকে গ্লুকোজ ও ফ্রুকটোজে পরিণত করে। ল্যাকটেজ : এটি ল্যাকটোজকে গ্লুকোজ ও গ্যালাকটোজে পরিণত…