চুনাপাথর কি? চুনাপাথরের সংকেত এবং ব্যবহার (CaCO3)
রাসায়নিকভাবে, চুনাপাথর হলো ক্যালসিয়াম কার্বনেট। চুনাপাথরের (ক্যালসিয়াম কার্বনেট) সংকেত হলো CaCO3। চুনাপাথর প্রধানত চুন তৈরি করতে ব্যবহৃত হয়। সিমেন্টের মূল উপাদান হচ্ছে চুনাপাথর। নির্মাণ, রাসায়নিক ও কাচ শিল্পে চুনাপাথর ব্যাপকভাবে ব্যবহার করা হয়। ধাতু নিষ্কাশনে এবং চিনি শিল্পেও চুনাপাথর ব্যবহৃত হয়। এছাড়া খাবার সোডার শিল্পোৎপাদনে, এসিডিয় মাটির pH বৃদ্ধিতে, দুগ্ধবতী গাভীর ক্যালসিয়াম ঘাটতি প্রভৃতি ক্ষেত্রে এটি ব্যবহৃত হয়।