পড়াশোনা

Tag কি? Tag কত প্রকার ও কী কী?

1 min read
Tag শব্দের আভিধানিক অর্থ হল জুড়ে দেয়া।

Tag কত প্রকার ও কী কী?
Tag মূলত দুই প্রকার। যথাঃ–
১) এম্পটি ট্যাগ (Empty Tag)
২) কনটেইনার ট্যাগ (Container Tag)

১. এম্পটি ট্যাগ : যে সমস্ত ট্যাগের ওপেনিং বা শুরু ট্যাগ আছে কিন্তু ক্লোজিং বা শেষ ট্যাগ নেই তাকে ফাঁকা বা এম্পটি ট্যাগ বলে। যেমনঃ <br>, <hr>, <img>, <link>, <meta> etc.
২. কনটেইনার ট্যাগ : যে সমস্ত ট্যাগের ওপেনিং বা শুরু ট্যাগের বিষয়বস্তু ও ক্লোজিং বা শেষ ট্যাগ থাকে তাকে কনটেইনার বা ধারক ট্যাগ বলে। যেমনঃ <html> …… </html>, <p> …… </p> etc.

<font> ট্যাগের অ্যাট্রিবিউটসমূহ
HTM-দিয়ে ওয়েবপেজ তথ্য লিপিবদ্ধ করার ক্ষেত্রে <font> ট্যাগ ব্যবহার করা হয়। <font> ট্যাগ এর অ্যাট্রিবিউট দিয়ে সচরাচর তিনটি কাজ করা হয়। যথা–
১. ফন্ট ফেইস (Font Face)
২. ফন্ট সাইজ (Font Size)
৩. ফন্ট কালার (Font Color)
<font face> – ফন্ট ফেইস বলতে ফন্ট ফ্যামিলিকে বুঝায়। ওয়েব পেইজের টেক্সটের জন্য কোন ফন্ট ব্যবহার করা হবে তা ফন্ট ফেইস দিয়ে নির্ণয় করতে হবে। যেমন- <font face = “Arial”>।
<font size> – ওয়েব পেইজে ফন্ট সাইজ বিভিন্ন আকারে উপস্থাপন করার জন্য ফন্ট সাইজ ব্যবহার করা হয়। যেমন- <font size = “10”>।
<font color> – ওয়েব পেইজে ফন্টগুলোকে বিভিন্ন কালার আকারে উপস্থাপন করার জন্য ফন্ট কালার ব্যবহার করা হয়। যেমন <font color = “red”>।
3/5 - (2 votes)
Mithu Khan

I am a blogger and educator with a passion for sharing knowledge and insights with others. I am currently studying for my honors degree in mathematics at Govt. Edward College, Pabna.

Leave a Comment

x