বাংলাদেশের মুক্তিযুদ্ধের ওপর নির্মিত প্রথম আন্তজার্তিক চলচ্চিত্রের নাম-“জেকে ১৯৭১”
পরিচালক- ফাখরুল আরেফীন খান।
উনিশশো একাত্তরে পাকিস্তানীদের অবর্ণনীয় নির্যাতন আর গণহত্যার শিকার বাংলাদেশের মানুষকে সাহায্য করবেন বলে একটা পাকিস্তানী বিমান হাইজ্যাক করেছিলেন ফ্রেঞ্চ এক নাগরিক। উদ্দেশ্য ছিল, যাত্রীদের জিম্মি করে বাংলাদেশের জন্য সাহায্য পাঠাতে ফ্রান্স সরকারকে চাপ দেয়া।
সেই তরুণের নাম জ্য ক্যা। ফ্রেঞ্চ কমান্ডোদের হাতে গ্রেপ্তার হয়েছিলেন তিনি, খেটেছিলেন জেল। যদিও তার দাবী মোতাবেক ঔষধ এবং চিকিৎসা সামগ্রী পৌঁছে গিয়েছিল বাংলাদেশে। যে দেশ আর দেশের মানুষের জন্য তিনি এই অসমসাহসী কাজটা করেছিলেন, সেই দেশে কখনও পা রাখা হয়নি তার।
বিজয়ের পঞ্চাশ বছর পর বাংলাদেশ তার পরম এক বন্ধুকে স্মরণ করেছে সিনেমার মাধ্যমে, তার ঘটনা নিয়ে নির্মাতা ফাখরুল আরেফীন খান নির্মাণ করছেন ‘জেকে ১৯৭১’ সিনেমাটি। জ্যঁ ক্যা’র ভূমিকায় অভিনয় করেছেন কলকাতার অভিনেতা সৌরভ শুভ্র দাশ।
এ ছাড়া বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশী অভিনেতা মাজনুন মিজান, যুক্তরাষ্ট্রের অভিনেতা ফ্রান্সিসকো রেমন্ড, রাশিয়ান অভিনেত্রী ডেরিয়া গভ্রুসেনকো ও অভিনেতা নিকোলাই নভোমিনাস্কি, পশ্চিমবঙ্গের সব্যসাচী চক্রবর্তী, ইন্দ্রানীলসহ আরও প্রায় ৩৬ জন অভিনয়শিল্পী। মুক্তিযুদ্ধ নিয়ে এর আগে বাংলা ভাষায় অনেক সিনেমা হয়েছে। কিন্ত ‘জেকে ১৯৭১’ হতে যাচ্ছে মুক্তিযুদ্ধের ঘটনাবলী নিয়ে নির্মিত প্রথম ইংরেজী ভাষার সিনেমা৷