যদি কোনো তরঙ্গ কোনো বিস্তৃত মাধ্যমের এক স্তর হতে অন্য স্তরে সঞ্চালিত হয়ে ক্রমাগত সম্মুখের দিকে অগ্রসর হতে থাকে, তবে তাকে অগ্রগামী তরঙ্গ বলে।
উদাহরণ: পুকুরের পানিতে ঢিল ছুঁড়লে আড় তরঙ্গের সৃষ্টি হয়। ঢেউ বা তরঙ্গ পানির মধ্যে দিয়ে কিনারার দিকে ক্রমাগত অগ্রসর হতে থাকে। সুতরাং পানির ঢেউ অগ্রগামী আড় তরঙ্গ।