স্থির তরঙ্গ কাকে বলে? অগ্রগামী তরঙ্গ ও স্থির তরঙ্গের মধ্যে পার্থক্য কি?
অগ্রগামী তরঙ্গ
- মাধ্যমের সকল কণাই পর্যাবৃত্ত গতি লাভ করে।
- প্রত্যেক কণার বিস্তার সমান কিন্তু একটি নির্দিষ্ট সময়ে এদের সমান সরণ হয় না।
- তরঙ্গের অভিমুখে এক কণার কম্পন পরবর্তী কণায় স্থানান্তরিত হয়, ফলে তরঙ্গ মাধ্যমের মধ্য দিয়ে নির্দিষ্ট বেগে অগ্রসর হয়।
- মাধ্যমের কণাগুলোর দশা এক কণা থেকে অন্য কণায় সঞ্চালিত হয়।
- মাধ্যমের কণাগুলো কখনো স্থির অবস্থা প্রাপ্ত হয় না।
- চলমান অনুপ্রস্থ তরঙ্গের ক্ষেত্রে একটি তরঙ্গচূড়া ও একটি তরঙ্গখাঁজ নিয়ে তরঙ্গদৈর্ঘ্য গঠিত এবং চলমান অনুদৈর্ঘ্য তরঙ্গের ক্ষেত্রে একটি সংকোচন ও একটি প্রসারন নিয়ে তরঙ্গ দৈর্ঘ্য গঠিত হয়।
স্থির তরঙ্গ
- মাধ্যমের স্থির বিন্দুগুলো ছাড়া সকল কণাই পর্যাবৃত্ত গতি লাভ করে।
- কণাগুলোর পর্যায়কাল সমান হলেও বিস্তার সমান নয়।
- মাধ্যমের মধ্যে তরঙ্গগুলো স্থিরভাবে অবস্থান করে এবং সমান দূরত্বে কতগুলো স্থানে এদের সংকোচন ও প্রসারণ একবার দৃশ্য ও আর একবার অদৃশ্য হয়।
- পাশাপাশি দুটি নিস্পন্দ বিন্দুর মধ্যবর্তী সকল কণা একই দশায় থাকে কিন্তু বিস্তার অভিন্ন।
- প্রত্যেক পূর্ণ কম্পনে কণাগুলো দু’বার স্থির অবস্থায় আসে।
- পর পর তিনটি সুস্পন্দ বিন্দু বা তিনটি নিস্পন্দ বিন্দুর মধ্যবর্তী দূরত্বই স্থির তরঙ্গের তরঙ্গদৈর্ঘ্য।