Biography

হারবার্ট মার্শাল ম্যাকলুহান – Herbert Marshall McLuhan

1 min read
জন্মের তারিখ এবং স্থান: ২১ জুলাই, ১৯১১, এডমন্টন, কানাডা
মরার তারিখ এবং স্থান: ৩১ ডিসেম্বর, ১৯৮০, টরন্টো, কানাডা
স্বামী বা স্ত্রী: কোরিনে লিউস (বিবাহ. ১৯৩৯–১৯৮০)
শিশু: এরিক ম্যাকলুহান, স্টেফানি ম্যাকলুহান, তেরি সি. ম্যাকলুহান, মাইকেল ম্যাকলুহান, আরও অনেক।
শিক্ষা: ম্যানিটোবা বিশ্ববিদ্যালয়, Trinity Hall Cambridge, Kelvin High School, আরও অনেক।
হারবার্ট মার্শাল ম্যাকলুহান (Herbert Marshall McLuhan) এ্যাডমন্টন শহরে এ্যালসি নাওমি ও হার্বার্ট এর্নেস্ট ম্যাকলুহান দম্পতির ঘরে জন্মগ্রহণ করেন। তার বাবা ছিলেন একজন মেথডিস্ট এবং এ্যাডমন্টন শহরে তার রিয়েল এস্টেটের ব্যবসা ছিল। প্রথম বিশ্বযুদ্ধ শুরু হলে তার ব্যবসা ক্ষতিগ্রস্থ হয় এবং ম্যাকলুহানের পিতা কানাডিয়ান আর্মিতে যোগদান করেন। অসুস্থতার কারণে ১৯১৫ সালে হার্বার্ট সেনাবাহিনী থেকে চাকরিচ্যুত হন এবং তারপর ম্যাকলুহান পরিবার ম্যানিটোবার উইনিপেগে চলে যান। মার্শাল সেখানেই বেড়ে ওঠেন এবং স্কুলে যাওয়া শুরু করেন। তিনি ইউনিভার্সিটি অব ম্যানিটোবা থেকেই ১৯৩৪ সালে ইংরেজিতে এমএ ডিগ্রী লাভ করেন। ১৯৩৬ সালে তিনি কেমব্রিজ থেকে ব্যাচের ডিগ্রি অর্জন করেন এবং তাদের গ্র্যাজুয়েট প্রোগ্রামে প্রবেশ করেন।
১৯৩৯ সালে অভিনেত্রী Corinne Lewis কে বিয়ে করেন এবং তারা দু’জন ১৯৩৯-৪০ পর্যন্ত কেমব্রিজে অতিবাহিত করেন। সেখানে তিনি তার মাস্টার ডিগ্রি সম্পন্ন, করে ডক্টোরাল থিসিসের কাজ শুরু করেন Thomas Nashe এবং ভার্বাল আর্টের উপর। ১৯৪০ এ ম্যাকলুহান সেইন্ট লুইস বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা শুরু করেন। ম্যাকলুহান ১৯৪৪ থেকে ১৯৪৬ সাল পর্যন্ত অনটারিও এর উইন্ডসোর শহরের অ্যাজমশন কলেজে শিক্ষকতা করেন। অতঃপর ১৯৪৬ এ ম্যাকলুহান টরেন্টোতে ফিরে যান এবং সেইন্ট মিশেল’স কলেজের ফ্যাকাল্টি হিসেবে যোগদান করেন।
১৯৫০ এর শুরুর দিকে ম্যাকলুহান কমিউনিকেশন এবং কালচারে উপর সেমিনার শুরু করেন যা ফোর্ড ফাউন্ডেশনের অর্থায়নে টরেন্টো বিশ্ববিদ্যালয়ে পরিচালিত হতে থাকে। যেহেতু তার রেপুটেশন বাড়তে থাকে ফলে তিনি আরও অনেক বিশ্ববিদ্যালয় থেকে কাজের অফার পেতে থাকেন। ফলে বিশ্ববিদ্যালয় তাকে ধরে রাখার জন্য ১৯৬৩ সালে প্রতিষ্ঠা করে সেন্টার ফর কালচার এন্ড টেকনোলজি।
এ সময় তিনি তার প্রথম বড় কাজ: The Mechanical Bride (১৯৫১) প্রকাশ করেন যেটি ছিল সমাজ ও সংস্কৃতির উপর বিজ্ঞাপনের প্রভাবের উপর পরীক্ষামূলক একটি কাজ। এছাড়াও ১৯৫০ সাল জুড়ে তিনি একটি গুরুত্বপূর্ণ জার্নাল এক্সপ্লোরেশন এডমন্ড কার্পেন্টারের সাথে মিলিতভাবে কাজ করে প্রকাশ করেন। ম্যাকলুহান ইউনিভার্সিটি অব টরেন্টোতে ছিলেন ১৯৭৯ সাল পর্যন্ত এবং এর মধ্যে বেশীরভাগ সময় তিনি অতিবাহিত করেন সেন্টার ফর কালচার এন্ড টেকনোলজির প্রধান হিসেবে।
মার্শাল এবং করোনি দম্পতির সন্তান সন্ততি ছিল ছয়টি, এরা হলেন এরিখ, দুই জমজ মেরি এবং টেরসা, স্টেফানি, এলিজাবেথ এবং মাইকেল। বিশাল পরিবারের ব্যয় নির্বাহের জন্য ম্যাকলুহান বিজ্ঞাপনের কাজ শুরু করেন। এর পাশাপাশি তিনি বিভিন্ন কর্পোরেট কোম্পানীতে যেমন আইবিএম এবং এটিএন্ডটিতে কনসাল্টিং এর কাজ শুরু করেন।
১৯৭৯ এর সেপ্টেম্বরে তিনি স্ট্রোকে আক্রান্ত হন এবং ১৯৮০ সালের ৩১শে ডিসেম্বর ঘুমের মধ্যেই তিনি মৃত্যুবরণ করেন। ম্যাকলুহানের বই The Gutenberg Galaxy: The Making of Typographic Mon লেখা হয় ১৯৬১ সালে। এটি প্রথম প্রকাশিত হয় ১৯৬২ সালে কানাডাতে যা প্রকাশ করে ইউনিভার্সিটি অব টরেন্টো প্রেস। এই বইজুড়ে ম্যাকলুহান দেখিয়েছেন কীভাবে কমিউনিকেশন টেকনোলজি তথা আক্ষরিক লেখা, প্রিন্টিং প্রেস এবং ইলেকট্রনিক মিডিয়া বিভিন্ন দর্শনগত ভিত্তিকে প্রভাবিত করে এবং এর ফলশ্রুতিতে সামাজিক প্রতিষ্ঠানগুলো কত গভীরভাবে অনুপ্রাণিত হয়ে থাকে।
Rate this post
Mithu Khan

I am a blogger and educator with a passion for sharing knowledge and insights with others. I am currently studying for my honors degree in mathematics at Govt. Edward College, Pabna.

Leave a Comment

x