হাইভোল্টেজ সাম্প্রতিক তথ্য। জুন-২০২২

★দেশের প্রথম নারী অর্থসচিব – ‘ফাতিমা ইয়াসমিন’।☞ তারিখঃ ১৬ জুন, ২০২২

★জাতিসংঘ এর অধীনে সেক্রেটারি জেনারেল হিসেবে নিয়োগ পেলেন – ‘রাবাব ফাতিমা’ (বাংলাদেশ)।

★ বাংলাদেশ ব্যাংকের ১২তম গভর্নর হলেন আব্দুর রউফ তালুকদার।

★তুরস্কের পরিবর্তিত নতুন নাম – তুর্কিয়ে (Turkiye)

★ বৈশ্বিক শান্তি সূচক -২০২২☞ বিশ্বের সবচেয়ে শান্তিপূর্ণ দেশ – ‘আইসল্যান্ড’।, ☞ বাংলাদেশের অবস্থান – ৯৬তম।

☑ নোটঃ ২০২১ সালে ছিল বাংলাদেশের অবস্থান – ৯১তম।
☞ সর্বনিম্ন দেশ – আফগানিস্তান।

★যুক্তরাষ্ট্রের নেতৃত্বে গঠিত নতুন অর্থনৈতিক জোট: I2U2
☞ নোটঃ (I2=India, Israel) & (U2=USA, UAE).
☞ জোটের ৪টি দেশ হচ্ছে: ভারত, ইসরায়েল, যুক্তরাষ্ট্র এবং সংযুক্ত আরব আমিরাত।
☞ প্রথম বৈঠক হবে: ১৩-১৬ জুলাই, ২০২২।

★Environmental Performance Index – ২০২২
☞ দেশঃ ১৮০টি
☞ শীর্ষে দেশঃ ডেনমার্ক।
☞ বাংলাদেশের অবস্থানঃ ১৭৭তম।
☞ ভারতঃ ১৮০তম।

★ রিপোর্ট ও সমীক্ষা ২০২২ তে বাংলাদেশ প্রথম
বৈশ্বিক শব্দ দূষণ ; বায়ু দূষণ ; শান্তিরক্ষী প্রেরণে ; ইলিশ মাছ উৎপাদন ;প্রথম।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *