ক্যাম্পাস
0 min read

মাথায় প্লাস্টিকের বোতল আটকানো শেয়ালকে ৭০০ একরের ক্যাম্পাসে খুঁজে সাহায্য করলেন জাবি শিক্ষার্থীরা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসটা ভাবুন, গাছপালায় ঘেরা এই বিশাল ক্যাম্পাসে একটা নির্দিষ্ট শেয়াল খুঁজে বের করতে হবে, সম্ভব?

এই ঘটনাটাই ঘটিয়েছে ক্যাম্পাসের কিছু পোলাপান। ক্যাম্পাসে রাতের বেলা কেউ একজন একটা শেয়াল দেখতে পায়, যার মাথায় আটকে গেছে প্লাস্টিকের বোতল। সাহায্য করার জন্য ধরার চেষ্টা করেও পারেনি সে, একটা ছবি তুলতে পেরেছিল ঝাপসা ভাবে।

সে ছবিটা গ্রুপে শেয়ার করে।
পরদিন এক গ্রুপ বেরিয়ে যায় শেয়ালের খোঁজে। ৭০০ একরের ক্যাম্পাস তন্ন তন্ন করে খুঁজে ঠিকই বের করে ফেলে সেই শেয়াল, মানুষের ফেলে দেয়া প্লাস্টিক মুখে নিয়ে শ্বাস নিতে না পারা শেয়াল মরণাপন্ন। শেয়ালটাকে বাঁচানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে তারা এখন, এই মুহূর্তে।

সবসময়, সব ভাবেই জাহাঙ্গীরনগর মুগ্ধ করে।
অনেক ভালো হোক আপনাদের।
সুস্থ হোক শেয়ালটা। প্লাস্টিক ব্যবহারে সচেতনতা আসুক।
প্রাউড অফ ইউ জাহাঙ্গীরনগর।

Rate this post