ফোন অতিরিক্ত গরম হয় কেনো? নিয়ে নিন এর সহজ সমাধান

ফোন গরম হওয়া একটি সাধারণ ব্যাপার। তবে ফোন অতিরিক্ত গরম হলে তা দুঃশ্চিতার কারণ হতে পারে। এই পোস্টে ফোনঅতিরিক্ত গরম হওয়ার কারণসমূহ জানবেন। সাথে আরো জানবেন ফোন অতিরিক্ত গরম হওয়া থেকে রক্ষা পেতে করণীয়সম্পর্কে বিস্তারিত। 

স্মার্টফোন গরম হয় কেন?

ফোনের ভেতরকার তাপমাত্রা নির্ভর করে ফোনের ব্যবহার  পরিপার্শ্বিক তাপমাত্রার উপর। ফোন অতিরিক্ত গরম হওয়ার কারণেস্বাভাবিকের চেয়ে অতিরিক্ত ব্যাটারি ড্রেইন হওয়াস্লো হওয়াফোর্স শাটডাউনইত্যাদি সমস্যা হতে পারে। শুনতে হাস্যকর মনেহলেও ফোন মাত্রাতিরিক্ত গরম হওয়ার কারণে ফোনের সিপিইউ গলে যাওয়ার মত অসম্ভব মনে হওয়া ঘটনাও ঘটতে পারে।

তবে ব্যাটারি বা তাপমাত্রা ছাড়াও বিভিন্ন কারণে অতিরিক্ত গরম হতে পারে যেকোনো ফোন। আপনি যদি অসংখ্য অ্যাপব্যাকগ্রাউন্ডে ফেলে রাখেনতবে মারাত্মক ব্যাটারি ড্রেইনের শিকার হতে পারেন। শুধু ব্যাটারি ড্রেইন নয়অতিরিক্ত ফোন গরমহওয়ার পেছনে মূল কালপ্রিট হতে পারে ব্যাকগ্রাউন্ডে দীর্ঘ সময় ধরে ফেলে রাখা অসংখ্য অ্যাপ।

দীর্ঘ সময় ধরে অতিরিক্ত ফোন ব্যবহার করাও ফোন অতিরিক্ত গরম হওয়ার কারণ হতে পারে। ফোন সার্বক্ষণিক ব্যবহারের ফলেফোনের ব্যাটারি স্বাভাবিকের চেয়ে অধিক ব্যবহৃত হয় বলে ফোন গরম হওয়া স্বাভাবিক।

ফোন ১০০চার্জ হওয়ার পর ফোন চার্জে রাখাও স্মার্টফোন অতিরিক্ত গরম হওয়ার পেছনে আরেকটি কারণ হতে পারে। তবেবর্তমানের স্মার্টফোনগুলোতে সেফ চার্জিং প্রযুক্তি থাকায় ফোন সম্পূর্ণ চার্জ হওয়ার পর পাওয়ার ট্রান্সফার বন্ধ হয়ে যায়।

ফোন গরম হলে যা করণীয় তা নিচে আলোচনা করা হলো।

ফোন সরাসরি রোদে রাখবেন না

আপনার ফোন গরম হওয়ার অন্যতম  কারণগুলির মধ্যে একটি হল,আপনি যখন বাহিরে কিংবা সূর্যের আলোর নিচে ফোনব্যবহার করেনসরাসরি সূর্যের আলো আপনার ফোনের তাপমাত্রা ব্যবস্থাপনার জন্য ভয়ানক। আপনার ফোনের ডিসপ্লে যেকালো আয়নাটি সরাসরি সূর্যালোক গ্রহণ করে এবং দ্রুত গরম হয়।

এখানে একমাত্র সমাধান হল সরাসরি সূর্যের আলোতে আপনার ফোন ব্যবহার না করা। আপনি যদি অত্যধিক গরমপরিস্থিতির মাঝখানে থাকেন তবে আপনার ফোনটিকে কিছুটা ছায়ায় নিয়ে যান। মজার ঘটনাবেশিরভাগ ফোন 32 এবং95°F এর পরিবেশে সঠিকভাবে কাজ করার জন্য ডিজাইন করা হয়েছে।

চার্জ করার সময় আপনি এটি কোথায় রাখবেন সতর্ক থাকুন

আপনার ফোন চার্জ করার সময়আপনার এতটা এলোমেলোভাবে করা উচিত নয়। আপনার ফোনকে চার্জে লাগালেই গরমহয়বিশেষ করে যদি পাওয়ার অ্যাডাপ্টার বড় হয়। সাধারণতএই তাপ আপনার ফোন অতিরিক্ত গরম করার জন্য যথেষ্ট হবেনাএটি শুধুমাত্র তখনই একটি সমস্যা হয়ে দাঁড়ায় যখন আপনি এটিকে অন্যান্য কারণের সাথে যুক্ত করেনযেমন আপনিকোথায় চার্জ করছেন।

কম্বল বা অন্যান্য নরম সামগ্রীর নিচে থাকা অবস্থায় আপনার ফোনকে চার্জ দিবেন না। এই কাপড়গুলি আপনার ডিভাইসেরভিতরে তাপ তৈরি করতে দেয়ঠিক যেমন তারা আপনার জন্য করে। পরিবর্তেডিভাইসটি একটি টেবিল বা কাউন্টারের মতোএকটি সমতলশীতল পৃষ্ঠে থাকা উচিত।

আপনার ডিভাইসের জন্য সঠিক চার্জার ব্যবহার করুন

আপনি আপনার ফোনের জন্য যে চার্জারটি ব্যবহার করেন সেটিও গুরুত্বপূর্ণ। কখনও কখনওআমরা আমাদেরডিভাইসগুলিকে যে কোনও চার্জার দিয়ে চার্জ করিতবে এটি আপনার ফোনকে খুব বেশি গরম করতে পারে।

এটি বিবেচনা করুনকিছু ফোনে বিশাল বড় ব্যাটারি থাকে যেগুলির চার্জ করার জন্য একটি আইফোন এসইএর চেয়ে বেশিশক্তি প্রয়োজন৷ আপনি যদি এই ধরণের ডিভাইসগুলিকে অল্প পরিমাণে ওয়াটেজের সাথে পাওয়ার অ্যাডাপ্টারগুলিতে প্লাগ করেথাকেন (অ্যাপলের 5W পাওয়ার অ্যাডাপ্টারগুলি সম্পর্কে চিন্তা করুন), ব্যাটারি চার্জ হতে এটির চেয়ে অনেক বেশি সময় নেবে।

আপনার ফোনের ব্যাটারি অনুযায়ি চার্জার দিয়ে চার্জ করার চেষ্টা করুন।অনেক সময় আমরা দ্রুত চার্জ হওয়ার জন্য ফার্স্টচার্জার দিয়েও চার্জ করে থাকি তবে আগে জেনে নিন আপনার ফোন  চার্জার সাপোর্টেড কিনা।যদি হয় তাহলে দিন আর নাহলে আপনার ফোনের ব্যাটারির সমস্যা হবে এবং ফোন অতিরিক্ত গরম হবে।

ফোনের রিসেন্ট আ্যপ্স ক্লিয়ার করুন

অনেক সময় দেখা যায় যে আমরা একসাথে অনেক গুলো আ্যপ্স ব্যবহার করার ফলেও ফোন গরম হয়ে থাকে।তখন কিছুসময়ের জন্য ফোন ব্যবহার না করেই রিসেন্ট আ্যপ্সগুলো ক্লিয়ার করে ফোন রেখে দিন।

ফোন পকেটে রাখার সময় সাবধানতা

অনেক সময় দেখা যায় যে আমরা ভূল করে ফোনের ডিসপ্লে অন রেখেই ফোন পকেটে রেখে দেই। অনেক সময় লকস্ক্রীন থেকেওক্যামেরা চালু হয়ে যায় পকেটে রাখার কারণে।আবার মাঝেমধ্যে আমরা লক না করেই পকেটে রেখে দেই।সুতরাং ফোন পকেটেরাখার সময় এই জিনিসগুলা একটু লক্ষ করবেন।

যাই হোক না কেনযদি আপনার ফোন সক্রিয় থাকেবিশেষ করে যদি এটি তীব্র কিছু করছেতাহলে এটি আপনার পকেটে গরমহয়ে যাবে। এটি একটি কম্বলের নীচে আপনার ফোন চার্জ না দেওয়া হিসাবে একই নীতিআপনার পকেটের কাপড়েতাপকোথাও যাওয়ার নেই।

ফোনের কেস/কভার

আপনি যদি আপনার ফোন অতিরিক্ত গরম অনুভব করেন,তখন সাথে সাথে আপনার কভারটি খুলে ফেলুন।

অনেকসময় দেখা যায় যে,এই কভারা থাকার কারণেও ফোন অতিরিক্ত গরম হয়ে যায় এবং ঠান্ডা কিংবা নরমাল হতে সময় লেগেযায়।আর ফোনের সাথে ভালো মানের সিলিকন কিংবা অন্যান্য কভার ইউজ করতে পারেন।

ফোন সুইচ অফ

সর্বশেষ আপনি আপনার ফোনটিকে সুইচ অফ করে কিছুক্ষণ রেখে দিনএতে করে খুব দ্রুত আপনার ফোন নরমাল হয়ে যাবে।আজ এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই কমেন্টস করতে ভূলবেন না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *