আলোক তড়িৎ কোষ কাকে বলে? কত প্রকার ও কি কি? What is Photoelectric cell?

যে যন্ত্রের সাহায্যে আলোক তড়িৎ ক্রিয়ার ভিত্তিতে আলোক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করা যায়, তাকে আলোক কোষ বা আলোক তড়িৎ কোষ (Photoelectric cell) বলে। আলোক তড়িৎ কোষ তিন প্রকার। যথা:

১) আলোক নিঃসরণ কোষ (Photo-emission cell)

২) আলোক বিভব কোষ (Photo-vottaic cell) এবং

৩) আলোক পরিবাহী কোষ (Photo-conductive cell)

আলোক নিঃসরণ কোষ আবার দুই প্রকার। যথা:

i. বায়ু শূন্য কোষ (Vacuum type cell)

ii. গ্যাস ভর্তি কোষ (Gas-filled cell)

 

আলোক কোষের গঠন ও কার্যপদ্ধতি : আলোক কোষে একটি কাঁচের বাল্ব ব্যবহার করা হয় যার মধ্যে দুটি ধাতব বিদ্যুৎদ্বার প্রবেশ করানো থাকে। একটি ক্যাথোড এবং অন্যটি অ্যানোড। ক্যাথোড তামা বা রূপা দিয়ে তৈরি। ক্যাথোডের উপর পটাশিয়ামের একটি প্রলেপ দেয়া থাকে। আলোক কোষে একটি গ্যালভানোমিটার থাকে। এই গ্যালভানোমিটার দিয়ে ক্যাথোড ও অ্যানোডকে একটি ব্যাটারির দুই প্রান্তের সাথে যুক্ত করা হয়। কোষে ব্যবহৃত বাল্বটি কখনও কখনও শূন্য থাকে। আবার কখনও নিষ্ক্রিয় গ্যাস দ্বারা পূর্ণ থাকে।

কার্যপদ্ধতি : ক্যাথোডের উপর অতিবেগুনি রশ্মি (Ultra Violoet Ray) পতিত হলে তা থেকে ইলেকট্রন নির্গত হয়। নির্গত এ ইলেকট্রন অ্যানোড কর্তৃক আকৃষ্ট হয়। এর ফলে বর্তনীতে তড়িৎ প্রবাহ শুরু হয়। গ্যালভানোমিটার এ তড়িৎ প্রবাহ নির্দেশ করবে।

 

আলোক কোষের ব্যবহার

আলোক কোষের ব্যবহার নিম্নরূপ–

১। সিনেমায় শব্দ উপস্থাপনে;

২। চুরি ঠেকাতে ব্যবহৃত এলার্মে;

৩। রাস্তায় চলাচলকারী মোটরযান গণনার কাজে;

৪। কোনো ভবনের দরজা স্বয়ংক্রিয় খুলতে;

৫। Conveyer বেল্টে চলমান আইটেম গণনার কাজে এবং

৫। আগুন লাগার সংকেত প্রদানের ক্ষেত্রে আলোক কোষ ব্যবহৃত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *