অনার্স ভর্তির ১ম মেধা তালিকায় স্থানপ্রাপ্ত ও যারা স্থান পায়নি তাদের জন্য জরুরি তথ্য

* অনলাইনে ভর্তি ফরম পূরণের তারিখ: ২০ জুন থেকে ২৮ জুন রাত ১২ টা পর্যন্ত।

* কলেজ এ জমা দেয়ার তারিখ: ২১ জুন থেকে ২৯ জুন পর্যন্ত।
* শিক্ষার্থীকে অনলাইনে ভর্তি রােল ও পিন কোড এন্ট্রি দিয়ে চূড়ান্ত ভর্তি ফরম পূরণ করে প্রিন্ট করতে হবে এবং প্রয়োজনীয় কাগজপত্র সহ কলেজে জমা দিতে হবে।
* কলেজে ভর্তি হতে কত টাকা ও কি কি লাগবে এটা কলেজের নোটিশ দেখে জানতে পারবেন।
* যারা পছন্দক্রম অনুযায়ী ১ম বিষয় পাবেনা তারা বিষয় পরিবর্তনের আবেদন করতে পারবেন৷ বিষয় পরিবর্তনের জন্য ভর্তি ফরমে মাইগ্রেশন অপশন অন রাখতে হবে এবং চান্সপ্রাপ্ত বিষয়ে অবশ্যই ভর্তি হয়ে থাকতে হবে।
* বিষয় পরিবর্তনের ফল ২য় মেধা তালিকার সাথে প্রকাশ হবে। বিষয়ভিত্তিক আসন শূন্য থাকা সাপেক্ষে ও মেধা স্কোরের ভিত্তিতে প্রার্থীকে তার বিষয়ের পছন্দক্রম অনুযায়ী বিষয় পরিবর্তন করে দেয়া হবে।
* বিষয় পরিবর্তন হলে কোন ফি দিতে হবেনা শুধু অনলাইন থেকে বিষয় পরিবর্তনের ফরম প্রিন্ট করে কলেজে জমা দিতে হবে৷ বিষয় পরিবর্তন না হলে পূর্বের বিষয়ে ভর্তি বহাল থাকবে।
* আর যারা ১ম মেধা তালিকায় চান্স পাওয়ার পরেও ভর্তি হবেন না তাদের মেধা তালিকা বাতিল হয়ে যাবে, তাদের ২য় মেধা তালিকায় ভর্তির সুযোগ নেই।
* যারা ১ম মেধায় চান্স পায়নি তাদের পরবর্তীতে শূন্য আসন সাপেক্ষে ২য় মেধা তালিকায় চান্স পাওয়ার সম্ভাবনা রয়েছে। ২য় মেধা তালিকা জুলাইয়ের ১ম সপ্তাহে প্রকাশিত হবে।
* যারা মেধা তালিকায় স্থান পাবেনা, মেধা তালিকায় চান্স পেয়েও ভর্তি হবেনা, অথবা ১ম ও ২য় মেধা তালিকায় ভর্তি হয়েও ভর্তি বাতিল করবে তারা পরবর্তীতে আসন খালি থাকা সর্বোচ্চ ৫ টি কলেজে রিলিজ স্লিপে আবেদন করতে পারবে।
* যারা কোটায় আবেদন করেছেন তাদের কোটার ফলাফল ২য় মেধা তালিকার পরে প্রকাশ হবে। কোটার আবেদনকারীরা ১ম ও ২য় মেধায় চান্স পেলে ভর্তি হতে পারবেন৷
* ভর্তি হতে যা যা লাগতে পারে:
• অনলাইনে প্রিন্ট করা চূড়ান্ত ভর্তি ফরম-২ কপি, একটা কলেজ কপি ও একটা স্টুডেন্ট কপি।
• প্রাথমিক আবেদন ফরম (আবেদনের সময় কলেজ থেকে যে অংশ দেওয়া হয়েছে)।
• এসএসসি ও এইচএসসি এর মূল সনদপত্র/প্রশংসা পত্র এর ফটোকপি।
• এসএসসি ও এইচএসসি মূল নম্বরপত্র এর ফটোকপি।
• এসএসসি ও এইচএসসি রেজিস্ট্রেশন কার্ড এর ফটোকপি।
• জাতীয় পরিচয় পত্র, জন্ম সনদ, নাগরিকত্বের সার্টিফিকেট। (লাগেনা তেমন)
• পাসপোর্ট ও স্ট্যাম্প সাইজের রঙিন ছবি।
• ভর্তির জন্য কলেজ কর্তৃক নির্ধারিত টাকা।
বিদ্রঃ এইস‌এসসি এর মুল নম্বরপত্র জমা নিতে পারে। কলেজভেদে বা বিভাগভেদে ভর্তির নিয়ম ভিন্ন ভিন্ন হয়ে থাকে৷
* অনার্স ভর্তির ক্ষেত্রে যেসব কাগজপত্র কলেজ নিবে সেগুলো কাগজপত্রের ৩-৪ কপি করে ফটোকপি করে রাখবেন৷
সবার জন্য শুভ কামনা রইলো।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *