ওয়েবসাইট ও ব্লগের মধ্যে পার্থক্য কি?
ওয়েবসাইট ও ব্লগের মধ্যে পার্থক্য নিচে দেওয়া হলো–
ওয়েবসাইট (Website)
১. ওয়েবসাইটের বিষয়বস্তু স্থিতিশীল হয়।
২. এটিতে যোগাযোগ ব্যবস্থা সাধারণত একমুখী।
৩. ওয়েবসাইটের ব্যবহারিক দিক রয়েছে।
৪. এটি মূলত পণ্য ও সেবাভিত্তিক হয়ে থাকে।
৫. এটি ব্যবসায়িক স্বার্থনির্ভর।
৬. প্রায় প্রত্যেক প্রতিষ্ঠান বা মানুষেরই ওয়েবসাইট থাকে।
৭. তথ্যের সংযোজন বা বিয়োজন নির্দিষ্ট ওয়েবপেজে হয়।
ব্লগ (Blog)
১. ব্লগের বিষয়বস্তু প্রতিনিয়ত পরিবর্তিত হতে পারে।
২. এটিতে যোগাযোগ ব্যবস্থা সাধারণত দ্বিমুখী।
৩. ব্লগ মূলত জনগণের মাঝে যোগসাধন তৈরি করে।
৪. এটি মানুষের জীবন, পরিবেশ-পরিস্থিতি ইত্যাদি ভিত্তিক হয়ে থাকে।
৫. এটি তথ্যভিত্তিক ও শিক্ষামূলক।
৬. ব্লগ খুবই অল্পসংখ্যক বিদ্যমান।
৭. তথ্যের সংযোজন ও বিয়োজন হলে সেটি ব্লগের শুরুর পেজের প্রথমের চলে আসে।