অধ্যায়-৩: পূর্ণসংখ্যা, ষষ্ঠ শ্রেণির গণিত প্রশ্ন ও উত্তর
প্রশ্ন-১. সংখ্যারেখায় – 4 এর অবস্থান কোথায়?
উত্তর : 0 এর বামদিকে।
প্রশ্ন-২. সংখ্যারেখায় শূন্যের বামে সংখ্যাগুলোর সাথে কোন চিহ্ন বসাতে হয়?
উত্তর : বিয়োগ চিহ্ন।
প্রশ্ন-৩. – 4 কী ধরনের সংখ্যা?
উত্তর : ঋণাত্মক পূর্ণসংখ্যা।
প্রশ্ন-৪. অঋণাত্মক পূর্ণসংখ্যা ও ঋণাত্মক পূর্ণসংখ্যা একত্রে করলে কী পাওয়া যায়?
উত্তর : পূর্ণসংখ্যা।
প্রশ্ন-৫. 24 সংখ্যাটি কোন ধরনের সংখ্যা?
উত্তর : ধনাত্মক পূর্ণসংখ্যা।
প্রশ্ন-৬. -4, -3, -2, -1, 0, 1, 2, 3, 4 এগুলো কী ধরনের সংখ্যা?
উত্তর : পূর্ণসংখ্যা।
প্রশ্ন-৭. স্বাভাবিক সংখ্যার অপর নাম কি?
উত্তর : ধনাত্মক পূর্ণসংখ্যা।
প্রশ্ন-৮. 0 কী ধরনের সংখ্যা?
উত্তর : অঋণাত্মক পূর্ণসংখ্যা।
প্রশ্ন-৯. পূর্ণসংখ্যাকে কয় ভাগে ভাগ করা যায়?
উত্তর : তিনভাগে।
প্রশ্ন-১০. চিহ্নযুক্ত রেখাকে কী বলে?
উত্তর : সংখ্যারেখা।
প্রশ্ন-১১. স্বাভাবিক সংখ্যা বা ধনাত্মক পূর্ণসংখ্যা কাকে বলে?
উত্তর : 1, 2, 3, 4, …….. সংখ্যাগুলোকে স্বাভাবিক সংখ্যা বা ধনাত্মক পূর্ণসংখ্যা বলে।
প্রশ্ন-১২. অঋণাত্মক পূর্ণসংখ্যা কাকে বলে?
উত্তর : শূন্যসহ সকল স্বাভাবিক সংখ্যাকে একসাথে অঋণাত্মক পূর্ণসংখ্যা বলে। অর্থাৎ 0, 1, 2, 3, 4, ….. হলো অঋণাত্মক পূর্ণসংখ্যা।
প্রশ্ন-১৩. ঋণাত্মক পূর্ণসংখ্যা কাকে বলে?
উত্তর : ………., – 4, -3, -2, -1 সংখ্যাগুলোকে ঋণাত্মক পূর্ণসংখ্যা বলে।
প্রশ্ন-১৪. পূর্ণসংখ্যা কাকে বলে?
উত্তর : অঋণাত্মক পূর্ণসংখ্যা ও ধনাত্মক পূর্ণসংখ্যাকে একত্রে পূর্ণসংখ্যা বলে।
প্রশ্ন-১৫. কোন শব্দটি বৃদ্ধি অর্থে ব্যবহৃত হয়?
উত্তরঃ লাভ।