বিক্রিয়ার হার কি? বিভিন্ন বিক্রিয়ার গতিবেগ বিভিন্ন হয় কেন? ব্যাখ্যা করো।

বিক্রিয়ার হার হচ্ছে কোনো বিক্রিয়ায় বিক্রিয়ক বা উৎপাদের ঘনমাত্রা পরিবর্তনের হার। একক সময়ে বিক্রিয়কের ঘনমাত্রার হ্রাস বা উৎপাদের ঘনমাত্রার বৃদ্ধির হারকে বিক্রিয়ার হার বা গতিবেগ বলে।

 

বিভিন্ন বিক্রিয়ার গতিবেগ বিভিন্ন হয় কেন?

কোন বিক্রিয়ায় অংশগ্রহণকারী বিক্রিয়ক ও উৎপাদ এবং বিক্রিয়া সংগঠনের শর্তের উপর ঐ বিক্রিয়ার গতি নির্ভর করে। কিছু কিছু বিক্রিয়া আছে যা খুব দ্রুত সম্পন্ন হয়। আবার কিছু বিক্রিয়া আছে যেগুলো অনেক ধীর গতিতে সম্পন্ন হয়। যেমনঃ এক টুকরো লোহাকে আর্দ্র বাতাসে রেখে দিলে তাৎক্ষণিকভাবে কোন পরিবর্তন হয় না। কিন্তু দীর্ঘদিন রেখে দিলে দেখা যায় বাতাসের অক্সিজেন এবং জলীয় বাষ্পের সাথে বিক্রিয়া করে মরিচা উৎপন্ন করে। এ বিক্রিয়া খুব ধীরগতিতে সংঘটিত হয়।

আবার, সোডিয়াম বাতাসের সংস্পর্শে আসার সাথে সাথে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে সোডিয়াম অক্সাইড তৈরি করে। এই বিক্রিয়া এত দ্রুত গতিতে সম্পন্ন হয় যে বিস্ফোরণ ঘটতে পারে।

আবার বিক্রিয়াভেদে চাপ, তাপ, আলো ইত্যাদি প্রভাবকের তারতম্যের জন্য বিক্রিয়ার গতি বিভিন্ন হয়।

সুতরাং বলা যায়, বিভিন্ন বিক্রিয়ার গতিবেগ বিভিন্ন হয়।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *