পড়াশোনা
1 min read

ক্ষুদে গল্প কি?

ক্ষুদে গল্প’ মানে একেবারে ছোট আকৃতির গল্প। এ ধরনের গল্প লেখা শেখানোর প্রধান উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের কল্পনাশক্তির বিকাশ ঘটানো। কিন্তু কাজটি খুব সহজ নয় এবং প্রকৃতপক্ষে গল্প লেখা শেখানোও যায় না। কারণ গল্প লেখার জন্য সৃষ্টিশীল প্রতিভা দরকার। তবে শিক্ষার্থীদের গল্প লিখতে হয় প্রধানত সংকেতের সাহায্যে। এতে কাজটি অনেক সহজ হয়ে যায়। এর জন্য প্রতিভার চেয়ে কল্পনাশক্তির প্রয়োজন হয় সবচেয়ে বেশি, যা প্রায় সব মানুষেরই থাকে।

গল্প লেখার অভ্যাস করার আগে নানা ধরনের গল্প পড়া দরকার। পড়ার সময় লক্ষ রাখতে হবে- ক. গল্পকার কীভাবে গল্পটিকে সাজিয়েছেন, খ. একেকটি বিষয় বলার সময় তিনি কী রকম শব্দচয়ন করেছেন, গ. গল্পের মধ্যে তিনি কীভাবে সংলাপ ব্যবহার করেছেন এবং ঘ. গল্পের প্রকৃতি অনুসারে ভাষার ব্যঞ্জনা কেমন হয়েছে। কেননা রূপকথার ভাষা যেমন হয়—

সামাজিক, পৌরাণিক বা নীতিকথামূলক গল্পের ভাষা তেমন হয় না। সামাজিক গল্পের ক্ষেত্রে মনে রাখতে হবে,  সরলতাই ভাষার শ্রেষ্ঠ অলংকার। গল্প লেখার জন্য সাধারণত কতকগুলো সংকেত দেওয়া হয়। সেগুলো যথাযথভাবে সম্প্রসারণ করতে পারলেই সম্পূর্ণ গল্পটি লেখা হয়ে যায়। অনেক সময় একটি বিষয় উদ্ধৃত করেও গল্প লিখতে বলা হতে পারে। আবার কখনো শিক্ষণীয় কোনো শিরোনাম দিয়েও গল্প লিখতে বলা হয়। এ ক্ষেত্রে শিরোনামটির তাৎপর্য ভালোভাবে বুঝে নিতে হবে।

মনে রাখতে হবে–

১. গল্প লেখার আগে নানা রকম গল্প পড়া দরকার। তাতে গল্প লেখা সহজ হবে।

২. গল্পের বিষয়টিকে নিজের পরিচিত পরিবেশ থেকে নির্বাচন করলে সহজেই ভালো গল্প লেখা যাবে।

৩. গল্পে অতীতকালের ক্রিয়াপদ ব্যবহার করাই বাঞ্ছনীয়, কারণ সাধারণত যা ঘটে গেছে— এমন বিষয় নিয়ে গল্প হয়। তবে কল্পবিজ্ঞাননির্ভর গল্পের ক্ষেত্রে এর ব্যতিক্রম ঘটতে পারে।

৪. বইয়ে পড়া গল্প হুবহু লিখলে ভালো নম্বর পাওয়া যাবে না। নিজের ভাষায় লিখলে পরীক্ষক সন্তুষ্ট হবেন।

৫. গল্পের শুরুতেই আকস্মিকতা সৃষ্টি করতে পারলে ভালো হয়।

৬. গল্পের মধ্যে যদি কোনো উদ্দেশ্য লুকানো থাকে, তাহলে সেটা যাতে আপনা থেকেই সাবলীলভাবে ফুটে ওঠে, সেদিকে খেয়াল রাখতে হবে। তবে উদ্দেশ্যের কথা সরাসরি ব্যক্ত করলে গল্পের রসভঙ্গ হতে পারে।

৭. খুদে গল্প ছোট হবে, আকারে খুব বড় হবে না। তবে সংক্ষিপ্ত করতে গিয়ে যাতে সাবলীলতা ও রসভঙ্গ না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে।

৮ . চরিত্রগুলো যাতে বাস্তবানুগ হয়, সেদিকে সচেতন থাকতে হবে।

৯. গল্পের একটি সার্থক ও সুন্দর নামকরণ করতে হবে।

Rate this post