জীবজগৎ সম্পর্কিত বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

(Class 10 Biology Chapter 1 Question and Answer in Bengali/Bangla?)

১। লিনিয়াসের যুগ থেকে বিংশ শতাব্দীর মাঝ পর্যন্ত জীবজগতকে কয়টি রাজ্যে শ্রেণিবিন্যাস করা হতো?

ক) ১

খ) ২

গ) ৩

ঘ) ৪

সঠিক উত্তর : খ) ২

২। জীবজগতকে ফাইভ কিংডমে ভাগ করার প্রস্তাব করেন কে? (জ্ঞান)

ক) ক্যারোলাস লিনিয়াস

খ) বেনথাম ও হুকার

গ) আর এইচ হুইটটেকার

ঘ) মারগুলিস

সঠিক উত্তর : গ) আর এইচ হুইটটেকার

৩। হুইটটেকার এর শ্রেণিবিন্যাসের পরিবর্তিত ও বিস্তারিত রুপ দেন কে? (জ্ঞান)

ক) লিনিয়াস

খ) মারগুলিস

গ) স্মিথ

ঘ) বেনথাম

সঠিক উত্তর : খ) মারগুলিস

৪। মারগুলিস কত সালে হুইটটেকারের শ্রেণিবিন্যাসকে বিস্তারিত রূপ দেন? (জ্ঞান)

ক) ১৯৭১

খ) ১৯৭২

গ) ১৯৭৩

ঘ) ১৯৭৪

সঠিক উত্তর : ঘ) ১৯৭৪

৫। রাজ্য প্লান্টির যৌন প্রজনন কী ধরনের? (জ্ঞান)

ক) মাইসেলিয়াস

খ) কনজুগেশন

গ) অ্যানাইসো গাইমাস

ঘ) আর্কিগোনিয়েট

সঠিক উত্তর : গ) অ্যানাইসো গাইমাস

৬। নিচের কোনটি এককোষী জীব? (জ্ঞান)

ক) ডায়াটম

খ) ব্যাকটেরিয়া

গ) পুষ্পক উদ্ভিদ

ঘ) ক ও খ উভয়ই

সঠিক উত্তর : খ) ব্যাকটেরিয়া

৭। মারগুলিস সমস্ত জীবজগৎকে কয়টি সুপার কিংডমে ভাগ করেন? (জ্ঞান)

ক) ২

খ) ৩

গ) ৪

ঘ) ৫

সঠিক উত্তর : ক) ২

৮। কোন রাজ্যের জীবকোষে নিউক্লিওলাস ও নিউক্লিয়ার পর্দা অনুপস্থিত?

ক) মনেরা

খ) প্রোটিস্টা

গ) ফানজাই

ঘ) প্লান্টি

সঠিক উত্তর : ক) মনেরা

৯। মনেরা রাজ্যের জীবরা প্রধানত কোন প্রক্রিয়ায় খাদ্য গ্রহণ করে? (জ্ঞান)

ক) ফটোসিনথেটিক পদ্ধতিতে

খ) কেমোসিনথেটিক পদ্ধতিতে

গ) শোষণ পদ্ধতিতে

ঘ) গলাধঃকরণ পদ্ধতিতে

সঠিক উত্তর : গ) শোষণ পদ্ধতিতে

১০। ঈস্ট কোন কিংডমের অন্তর্ভুক্ত? (জ্ঞান)

ক) ফানজাই

খ) মনেরা

গ) প্রোটিস্টা

ঘ) প্লান্টি

সঠিক উত্তর : ক) ফানজাই

 

১১। সকল মেরুদণ্ডী প্রাণী কোন রাজ্যের অন্তর্ভুক্ত? (জ্ঞান)

ক) Protista

খ) Monera

গ) Animalia

ঘ) Plantae

সঠিক উত্তর : গ) Animalia

১২। Plasmodium vivax জীবটির অন্তর্ভুক্ত সঠিক রাজ্য কোনটি?

ক) মনেরা

খ) প্রোটিস্টা

গ) ফানজাই

ঘ) অ্যানিমেলিয়া

সঠিক উত্তর : ক) মনেরা

১৩। নীলাভ সুবজ শৈবাল কোন রাজ্যের জীব? (জ্ঞান)

ক) মনেরা

খ) প্রোটিস্টা

গ) ফানজাই

ঘ) প্লান্টি

সঠিক উত্তর : ক) মনেরা

১৪। ডায়াটম কোন রাজ্যের অন্তর্ভুক্ত? (জ্ঞান)

ক) প্লান্টি

খ) মনেরা

গ) প্রোটিস্টা

ঘ) ফানজাই

সঠিক উত্তর : গ) প্রোটিস্টা

১৫। কোনটি প্রোটিস্টা রাজ্যের অন্তর্ভূক্ত? (জ্ঞান)

ক) ব্যাকটেরিয়া

খ) ডায়াটম

গ) ঈস্ট

ঘ) মাশরুম

সঠিক উত্তর : খ) ডায়াটম

১৬। কোন রাজ্যের জীবদেহে মাইসেলিয়াম দেখা যায়? (জ্ঞান)

ক) মনেরা

খ) প্রোটিস্টা

গ) ফানজাই

ঘ) প্লান্টি

সঠিক উত্তর : গ) ফানজাই

১৭। উন্নত টিস্যুতন্ত্র বিদ্যমান কোন রাজ্যে? (জ্ঞান)

ক) মনেরা

খ) প্রোটিস্টা

গ) প্লান্টি

ঘ) ফানজাই

সঠিক উত্তর : গ) প্লান্টি

১৮। অ্যানাইসোগ্যামাস ধরনের যৌন জনন দেখা যায় কোনটিতে?

ক) স্পাইরোগাইরা

খ) পেনিসিলিয়াম

গ) অ্যামিবা

ঘ) প্যারামেসিয়াম

সঠিক উত্তর : ক) স্পাইরোগাইরা

১৯। কোন রাজ্যের জীবের ভ্রূণ বিকাশকালীন সময়ে ভ্রূণীয় স্তর সৃষ্টি হয়?

ক) প্লান্টি

খ) ফানজাই

গ) প্রোটিস্টা

ঘ) অ্যানিমেলিয়া

সঠিক উত্তর : ঘ) অ্যানিমেলিয়া

২০। রাজ্য অ্যানিমেলিয়ার কোষে কোনটি উপস্থিত?

ক) জড় কোষপ্রাচীর

খ) প্লাস্টিড

গ) মাইটোকন্ড্রিয়া

ঘ) বড় কোষগহ্বর

সঠিক উত্তর : গ) মাইটোকন্ড্রিয়া

২১। দেহে জটিল টিস্যুতন্ত্র থাকে কোন রাজ্যে? (জ্ঞান)

ক) মনেরা

খ) প্রোটিস্টা

গ) ফানজাই

ঘ) অ্যানিমেলিয়া

সঠিক উত্তর : ঘ) অ্যানিমেলিয়া

২২। টমাস কেভলিয়ার স্মিথ প্রোটিস্টা রাজ্যকে কয় ভাগে ভাগ করেন? (জ্ঞান)

ক) ২

খ) ৩

গ) ৪

ঘ) ৫

সঠিক উত্তর : ক) ২

২৩। কেভলিয়ার স্মিথ জীবজগৎকে মোট কয়টি রাজ্যে ভাগ করেছেন? (জ্ঞান)

ক) ৬

খ) ৫

গ) ৪

ঘ) ৩

সঠিক উত্তর : ক) ৬

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *