উয়ারী বটেশ্বর কি? What is Wari-Bateshwar?

প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের আলোচনার বিষয় উয়ারী-বটেশ্বর সম্পর্কে। এটি ষষ্ঠ শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের ২য় অধ্যায়ের পাঠ – ২ থেকে নেওয়া হয়েছে।

উয়ারী-বটেশ্বর কি? (What is Wari-Bateshwar in Bengali/Bangla?)

উয়ারী-বটেশ্বর নরসিংদী জেলার বেলাব উপজেলার দুইটি গ্রামের বর্তমান নাম। প্রাচীন ব্রহ্মপুত্র নদের তীরে অবস্থিত উয়ারী-বটেশ্বর গ্রামে আড়াই হাজার বছর আগে গড়ে উঠেছিল নগর সভ্যতা। উয়ারী বটেশ্বর ছিল সেই নগর সভ্যতার নগর কেন্দ্র। আড়াই হাজার বছর পূর্বে গড়ে উঠা নগর সভ্যতা একদিন ধ্বংস হয়; মাটির নিচে চাপা পড়ে।

পরবর্তীকালে উয়ারী-বটেশ্বর অঞ্চলে জমি চাষ, গর্ত খনন প্রভৃতি গৃহস্থালি কাজে ভূমির মাটি ওলট-পালট হয়। প্রাচীন নিদর্শন ভূমির উপর চলে আসে। বর্ষাকালে বৃষ্টির পর ধাতব, কাচ ও পাথরের প্রত্নবস্তুগুলোও চকচকে দেখায়। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ হানিফ পাঠান সেগুলো সংগ্রহ করেন এবং ১৯৩০ সাল থেকে লেখালেখি শুরু করেন। দীর্ঘদিন পর ২০০০ সাল থেকে উয়ারী-বটেশ্বর অঞ্চলে প্রত্নতাত্ত্বিক খনন ও গবেষণা শুরু হয়। প্রতি বছর উৎখননে পাওয়া গেছে অমূল্য প্রত্নবস্তু, সমৃদ্ধ থেকে সমৃদ্ধতর হচ্ছে বাংলাদেশের সভ্যতার ইতিহাস।

উয়ারী-বটেশ্বরে প্রাপ্ত ধাতব অলংকার, স্বল্প-মূল্যবান পাথর ও কাচের পুঁতি, চুন-সুরকির রাস্তা, ইট নির্মিত স্থাপত্য, দুর্গ প্রভৃতি একটি সমৃদ্ধ সভ্যতার পরিচয় বহন করে। ছাপাঙ্কিত রৌপ্যমুদ্রা এবং নয়নাভিরাম বাটখারা বাণিজ্যের পরিচায়ক। উয়ারী-বটেশ্বর ছিল একটি নদীবন্দর। অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্র ছিল উয়ারী-বটেশ্বর। রোলেটেড মৃৎপাত্র ও স্যান্ডউইচ কাচের পুঁতির আবিষ্কার উয়ারী-বটেশ্বরকে ভূমধ্যসাগর এলাকার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ককে প্রতিষ্ঠিত করে। নবযুক্ত হাইটিন ব্রোঞ্জ নির্মিত পাত্র দক্ষিণ-পূর্ব এশিয়ার সঙ্গে উয়ারী-বটেশ্বরের বাণিজ্যিক সম্পর্কের কথা বলে।

উয়ারী-বটেশ্বরে আবিষ্কার হয়েছে বাংলাদেশের প্রাচীনতম চিত্রশিল্প। আবিষ্কৃত মৃৎপাত্র, পাথর ও কাচের পুঁতিতে এ চিত্রশিল্প ফুটে উঠেছে, যা উন্নত শিল্পবোধ ও দর্শনের উজ্জ্বল দৃষ্টান্ত।

 

অনুশীলনীঃ

  • উয়ারী-বটেশ্বর কেন বিখ্যাত? (Why was Wari-Bateshwar famous for?)
  • উয়ারী-বটেশ্বর কোথায় অবস্থিত?
  • উয়ারী-বটেশ্বর সভ্যতা কত প্রাচীন? (How old is Wari-Bateshwar?)
  • উয়ারী-বটেশ্বরের বর্তমান নাম কী? (What is the present name of Wari-Bateshwar?)
  • উয়ারী ও বটেশ্বর গ্রাম দুটি কোন জেলায় অবস্থিত?
  • উয়ারী-বটেশ্বরের গুরুত্ব কী?
  • উয়ারী-বটেশ্বর কিসের নাম?
  • রোলেটেড মৃৎপাত্র কি?
  • উয়ারী-বটেশ্বর গ্রামে কোন সময়ে নগর সভ্যতা গড়ে উঠেছে?
  • উয়ারী-বটেশ্বর কোন সভ্যতার নিদর্শন?
  • উয়ারী-বটেশ্বর কয়টি গ্রামের বর্তমান নাম
  • উয়ারী-বটেশ্বর কিসের জন্য বিখ্যাত?

 

বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর (MCQ)

১। উয়ারী-বটেশ্বর কোন নদীর তীরে গড়ে উঠেছিল?

ক) পদ্মা

খ) মেঘনা

গ) যমুনা

ঘ) ব্রহ্মপুত্র

সঠিক উত্তর : ঘ) ব্রহ্মপুত্র

২। উয়ারী-বটেশ্বরে বাংলাদেশের প্রাচীনতম কী আবিষ্কৃত হয়েছে?

ক) ক্ষুদ্রশিল্প

খ) কুটিরশিল্প

গ) চিত্রশিল্প

ঘ) মৃৎশিল্প

সঠিক উত্তর : গ) চিত্রশিল্প

৩। কত বছর আগে উয়ারী-বটেশ্বর নগরসভ্যতা গড়ে উঠেছিল?

ক) এক হাজার বছর

খ) দের হাজার বছর

গ) দুই হাজার বছর

ঘ) আড়াই হাজার বছর

সঠিক উত্তর : ঘ) আড়াই হাজার বছর

৪। কত সাল থেকে উয়ারী-বটেশ্বর অঞ্চলে প্রত্নতাত্ত্বিক খনন ও গবেষণা শুরু হয়?

ক) ২০০০ সাল

খ) ২০০১ সাল

গ) ২০০২ সাল

ঘ) ২০০৩ সাল

সঠিক উত্তর : ক) ২০০০ সাল

৫। উয়ারী-বটেশ্বরে আবিষ্কৃত ধাতব অলঙ্কার স্বল্পমূল্যবান পাথর ও কাচের পুঁতি, চুন-সুরকির রাস্তা কিসের পরিচয় বহন করে?

ক) একটি সমৃদ্ধ সভ্যতার

খ) একটি পরিকল্পিত সভ্যতার

গ) একটি আধুনিক সভ্যতার

ঘ) একটি বৃহৎ সভ্যতার

সঠিক উত্তর : ক) একটি সমৃদ্ধ সভ্যতার

৬। উয়ারী-বটেশ্বর নগরসভ্যতা কীভাবে ধ্বংস হয়েছিল?

ক) অগ্নিকাণ্ডে

খ) যুদ্ধের কারণে

গ) মাটির নিচে চাপা পড়ে

ঘ) বন্যায়

সঠিক উত্তর : গ) মাটির নিচে চাপা পড়ে

৭। উয়ারী-বটেশ্বর প্রাচীন নিদর্শন ভূমির উপর চলে আসে কেন?

ক) বৃষ্টির কারণে

খ) জমি চাষের কারণে

গ) বন্যার কারণে

ঘ) মাটি ওলট-পালট হওয়ার কারণে

সঠিক উত্তর : ঘ) মাটি ওলট-পালট হওয়ার কারণে

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *