পড়াশোনা
1 min read

দশম শ্রেণির ব্যবসায় উদ্যোগ ৪র্থ অধ্যায় বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১. একমালিকানা ব্যবসায়ের উদ্যোক্তা কত জন থাকে?

ক. ১ জন খ. ২ জন

গ. ৩ জন ঘ. ৪ জন

সঠিক উত্তর : ক. ১ জন

২. প্রাচীনতম ব্যবসায় হিসেবে একমালিকানা ব্যবসায় স্বীকৃত—

i. উন্নত দেশসমূহে

ii. উন্নয়নশীল দেশসমূহে

iii. অনুন্নত দেশসমূহে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. ii ও iii

গ. i ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর : ঘ. i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ে ৩, ৪ ও ৫ নম্বর প্রশ্নের উত্তর দাও।

রিমন, লিমন ও তানজিম তিন বন্ধু মিলে চুক্তির ভিত্তিতে একটি ব্যবসায় শুরু করেন। তাদের দক্ষতা, সততা ও মেধার কারণে অতিদ্রুত তারা ব্যবসায়ে সাফল্য পান। বর্তমানে ব্যবসায়টির মূলধন বেড়েছে। বেড়েছে তাদের ব্যক্তিগত মূলধনের পরিমাণও। তাই তারা ব্যবসায়টিকে আরও সম্প্রসারণের লক্ষ্যে শেয়ার মার্কেটে শেয়ার বিক্রির জন্য সব আইনগত প্রক্রিয়া সম্পন্ন করেছেন। তারা আশা করছেন তাদের নতুন ব্যবসায়টি ব্যাপক কর্মসংস্থান, জাতীয় আয় বৃদ্ধি ও রপ্তানিতে বিশেষ অবদান রাখবে।

৩. অংশীদার কত প্রকার?

ক. ৪ প্রকার খ. ৫ প্রকার

গ. ৬ প্রকার ঘ. ৭ প্রকার

সঠিক উত্তর : গ. ৬ প্রকার

৪. প্রাথমিক পর্যায়ে ব্যবসায়টির সদস্যসংখ্যা সর্বোচ্চ কত জন হতে পারে?

ক. ১০ জন খ. ১৫ জন

গ. ২০ জন ঘ. ২৫ জন

সঠিক উত্তর : গ. ২০ জন

 

৫. তাদের প্রথম ব্যবসায়টি বাংলাদেশে কত সালের আইন দ্বারা নিয়ন্ত্রিত হয়?

ক. ১৯১৩ সালের খ. ১৯৩২ সালের

গ. ১৯৯৪ সালের ঘ. ২০০৪ সালের

সঠিক উত্তর : খ. ১৯৩২ সালের

৬. ইউরোপ ও আমেরিকার কত ভাগ ব্যবসায় একমালিকানা–ভিত্তিক?

ক. ৬০%খ. ৭০%

গ. ৮০% ঘ. ৯০%

সঠিক উত্তর : গ. ৮০%

৭. কোন ব্যবসায় কার্যক্রম পৃথিবীতে প্রথম শুরু হয়েছিল?

ক. একমালিকানা খ. অংশীদারি

গ. যৌথ মূলধনী ঘ. সমবায় সমিতি

সঠিক উত্তর :ক. একমালিকানা

৮. পাবলিক লিমিটেড কোম্পনির ন্যূনতম কত জন পরিচালক থাকতে হবে?

ক. ২ জন খ. ৩ জন

গ. ৪ জন ঘ. ৫ জন

সঠিক উত্তর : খ. ৩ জন

৯. ‘চূড়ান্ত বিশ্বাস’ কথাটি কোন ব্যবসায়ের ক্ষেত্রে প্রযোজ্য?

ক. একমালিকানা খ. অংশীদারি

গ. যৌথ মূলধনী  ঘ. রাষ্ট্রীয় কারবার

সঠিক উত্তর : খ. অংশীদারি

১০. প্রথম সমবায় আন্দোলনের সূত্রপাত হয়—

i. উত্তর আমেরিকায়

ii. পশ্চিম ইউরোপে

iii. পূর্ব ইউরোপে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. ii ও iii

গ. i ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর : ক. i ও ii

Rate this post