দ্রাবক কাকে বলে? দ্রাবকের উদাহরণ ও বৈশিষ্ট্য
যে পদার্থ (সাধারণত তরল) অন্যান্য পদার্থকে (দ্রাব) দ্রবীভূত করতে পারে তাকে দ্রাবক বলে। পানি, অ্যাসিটোন, ইথার, স্পিরিট, ইথানল, মিথানল প্রভৃতি হলো দ্রাবক।
দ্রাবকের বৈশিষ্ট্য হল–
১. দ্রাবক নিরপেক্ষ হয়।
২. দ্রাবক সর্বদা তরল হয়।