লেড স্টোরেজ ব্যাটারির সুবিধাঃ
- লেড স্টোরেজ ব্যাটারিকে বারংবার ব্যবহার করা যায়। চার্জ শেষ হলে পুনরায় চার্জ করে নেওয়া যায়।
- বেশি বিদ্যুৎ শক্তির প্রয়োজন হলে কয়েকটি ব্যাটারি এক সাথে যুক্ত করে নেয়া যায়।
- দামে সস্তা এবং ওভারচার্জিং এর প্রতি সহনশীল; সরল কাঠামো বিশিষ্ট।
- বিভিন্ন ধরনের আকার এবং সামর্থ্যের বিস্তৃত পরিসরে প্রাপ্যতা রয়েছে।
- সারা বিশ্বব্যাপী এখনো বহুল ব্যবহৃত। এ কারণে ব্যাপক সরবরাহকারী বিদ্যমান।
- পুনঃচক্রায়নযোগ্য। বর্তমানে প্রায় ৭৪% লেড স্টোরেজ ব্যাটারি পুনঃচক্রায়ন করা যায়।
লেড স্টোরেজ ব্যাটারির অসুবিধাঃ
- লেড স্টোরেজ ব্যাটারি আকারে বড় হওয়ায় এরা ভারী। আবার ছোট আকারে প্রস্তুত করা দুরূহ।
- দ্রুত চার্জিং এর জন্য উপযোগী নয়।