অরবিস (Orbis) কি? স্ফিগমোম্যানোমিটার বলতে কী বুঝ?

অরবিস হলো একটি দাতব্য উড়ন্ত চক্ষু হাসপাতাল। এটি ডিসি-৮ বিমানে প্রতিষ্ঠিত এবং ১৯৮২ সালের মার্চ মাস থেকে এক দেশ থেকে অন্য দেশে গিয়ে রোগীদের সেবা করে আসছে। এ বিমানে চক্ষু অপারেশনসহ চক্ষু চিকিৎসার অন্যান্য সুবিধাও রয়েছে। ১০ মার্চ, ১৯৯৫ সালে বাংলাদেশে আসে এবং প্রায় এক মাস অবস্থান করে।

 

স্ফিগমোম্যানোমিটার বলতে কী বুঝ?

স্ফিগমোম্যানোমিটার বলতে রক্তচাপ পরিমাপক যন্ত্রকে বুঝায়। এছাড়া এটি রক্তচাপ মিটার নামেও পরিচিত। Sphygmomanometer শব্দটি মূলত দুটি ভিন্ন শব্দের সমন্বয়। গ্রীক Sphygmos = Pulse এবং বৈজ্ঞানিক পরিভাষা Manometer = চাপ পরিমাপক যন্ত্র।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *