অ্যান্টিসেপটিক কি? অ্যান্টিবায়োটিক ও অ্যান্টিসেপটিক এর মধ্যে পার্থক্য কি?
অ্যান্টিসেপটিক কি?(What is Antiseptic in Bengali/Bangla?)
অ্যান্টিসেপটিক হচ্ছে এক ধরনের জীবাণুনাশক রাসায়নিক পদার্থ, যা ত্বকের জীবাণুদের ধ্বংস করে বা সেগুলির বৃদ্ধি ব্যাহত করে। ডেটল, স্যাভলন, হাইড্রোজেন পার-অক্সাইড প্রভৃতি অ্যান্টিসেপটিকের উদাহরণ। সাধারণত চামড়ার ওপর কোন ইনফেকশন হলে, কোথাও কেটে গেলে, পুড়ে গেলে অ্যান্টিসেপটিক ব্যবহার করা হয়। এছাড়া চিকিৎসার যন্ত্রপাতি জীবাণুমুক্ত করতেও অ্যান্টিসেপটিক ব্যবহার করা হয়।
অ্যান্টিসেপটিকের অতিরিক্ত ব্যবহারে কি ক্ষতি হতে পারে?
অ্যান্টিসেপটিক ব্যবহারের ক্ষেত্রেও আমাদের সতর্কতা অবলম্বন আবশ্যক। অ্যান্টিসেপটিকের জীবাণুনাশক রাসায়নিক পদার্থের কিছু মারাত্মক পার্শ্ব প্রতিক্রিয়া আছে। অতিরিক্ত অ্যান্টিসেপটিক ব্যবহারের ফলে দেহের কোষ তন্তুর ক্ষতি হতে পারে, ত্বকে ফুসকুড়ি এবং এলার্জি হতে পারে, এমনকি ত্বক পুড়ে পর্যন্ত যেতে পারে। বিশেষ করে শিশুদের এবং দেহের কোমল অংশে প্রসাধনী ও এন্টিসেপটিক ব্যবহারের ক্ষেত্রে কখনই অসতর্ক হওয়া উচিত নয়। অ্যান্টিসেপটিক উৎপাদনকারী প্রতিষ্ঠান এসব পদার্থ ব্যবহারের জন্য যে নির্দেশিক বোতলের গায়ে লিখে দেয় তা মেনে চললে এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করলে বিপদমুক্ত থাকা যায়।
অ্যান্টিবায়োটিক ও অ্যান্টিসেপটিকের মধ্যে পার্থক্য নিম্নরূপঃ
অ্যান্টিবায়োটিক
- এটি ব্যবহার করা হয় জীবাণু ধ্বংস করতে।
- ঔষধ হিসেবে একে ব্যবহার করা হয়।
- এটি কাজ করে প্রাণীদেহের অভ্যন্তরে।
- সংক্রমণ হওয়ার পর এটি ব্যবহৃত হয়।
- উদাহরণ : পেনিসিলিন, নিওমাইসিন, এপসিনিন ইত্যাদি।
অ্যান্টিসেপটিক
- এটি জীবাণু প্রতিরোধ করতে ব্যবহার করা হয়।
- পানির সাথে মিশিয়ে বা কেন্দ্র করে ব্যবহার করা হয়।
- এটি প্রাণীদেহের বাইরে আবরণ ছাড়াও বিভিন্ন ব্যবহার্য সামগ্রীতেও ব্যবহার করা হয়।
- সংক্রমণ হওয়ার পূর্বে এটি ব্যবহৃত হয়।
- উদাহরণ : ডেটল, স্যাভলন ইত্যাদি।