ইন্টারনেট ডকুমেন্ট (Internet Document) কাকে বলে? বিস্তারিত আলোচনা
Web Page, Gopher, FTP File ইত্যাদিকে ইন্টারনেট ডকুমেন্ট বলে। এ সমস্ত ডকুমেন্টের আলাদা আলাদা ঠিকানা রয়েছে। এসব ঠিকানা দেখেই বলে দেয়া যায় যে এটি কোন ধরনের ডকুমেন্ট। এ সকল ঠিকানা ব্যবহার করে ইন্টারনেট ব্যবহারকারী নির্দিষ্ট ডকুমেন্টে পৌঁছে যেতে পারে। এসব ঠিকানাকে বলা হয় Uniform Resource Locator (URL)। এ ঠিকানার প্রথম অংশ ইন্টারনেট ফরমেট বোঝাতে ব্যবহৃত হয় যা দ্বারা ব্রাউজারের Resource পাওয়ার পথ বর্ণনা করা হয়। এর মধ্যে প্রচলিত তিনটি হলো World Wide Web এর জন্য http: প্রটোকল, গোফার মেনু বা ডকুমেন্টের জন্য Gopher এবং FTP ফাইলসমূহের জন্য ftp: ইত্যাদি। অতঃপর কোলন (:) চিহ্নের পর দুইটি ফরওয়ার্ড পেস (//) থাকে। এর পরের অংশটি হলো ইন্টারনেট ঠিকানা যা তিনভাগে বিভক্ত থাকে। প্রথম অংশ ইন্টারনেট ডকুমেন্ট ধারণকারী কম্পিউটারে সেকশনকে বোঝায়, দ্বিতীয় অংশ হোস্ট সার্ভার এর পরিচয় বোঝায়। যেমন : .com দ্বারা Commercial বা বাণিজ্যিক প্রতিষ্ঠানকে বোঝায় এবং Org দ্বারা অবাণিজ্যিক বা Organization কে বোঝায়।