ইকোকার্ডিওগ্রাফি কি? ইসিজি ও ইটিটি এর মধ্যে পার্থক্য লেখ।
হৃৎপিণ্ডের কার্যক্ষমতা এবং রোগ সনাক্তকরণের জন্য বিশেষ ধরনের পরীক্ষা পদ্ধতি হলো ইকোকার্ডিওগ্রাফি (Echocardiography)। এর সাহায্যে হৃৎপিণ্ডের কার্যাবলি, গঠন, বিভিন্ন প্রকোষ্ঠের পুরুত্ব এবং কোনো জন্মগত ত্রুটি ইত্যাদি সব কিছুই নির্ণয় করে হৃদরোগ সনাক্ত করা যায়।
ইসিজি ও ইটিটি এর মধ্যে পার্থক্য লেখ।
ইসিজি ও ইটিটি এর মধ্যে পার্থক্য নিচে দেওয়া হলো–
- ইসিজি হলো ইলেকট্রোকার্ডিওগ্রাম (Electrocardiogram)। অপরদিকে, ইটিটি হলো Exercise Tolerance Test।
- হৃৎপিণ্ডের আকার নির্ণয়ে ইসিজি পরীক্ষা করা হয়। অপরদিকে, হৃৎপিণ্ডের সক্রিয়তা বা কার্যকলাপ ইটিটি পরীক্ষার মাধ্যমে নির্ণয় করা যায়।