পড়াশোনা

অধ্যায়-২ : মুনাফা (গণিত), অষ্টম শ্রেণি

1 min read

প্রশ্ন-১. লাভ ও ক্ষতি কাকে বলে?
উত্তর :
 ক্রয়মূল্যের চেয়ে বিক্রয়মূল্য বেশি হলে তাকে লাভ বা মুনাফা বলে। আর ক্রয়মূল্যের চেয়ে বিক্রয়মূল্য কম হলে তাকে লোকসান বা ক্ষতি বলে।

প্রশ্ন-২. মুনাফার হার কাকে বলে?
উত্তর :
 কোনো নির্দিষ্ট টাকার ওপর কোনো নির্দিষ্ট সময়ের জন্য যে মুনাফা হয়, তাকে মুনাফার হার বলে।

প্রশ্ন-৩. সময়কাল কাকে বলে?
উত্তর :
 যে সময়ের জন্য মুনাফা হিসাব করা হয় তাকে এর সময়কাল বলে।

প্রশ্ন-৪. মুনাফা বলতে কী বুঝায়?
উত্তর : 
ব্যবসার মাধ্যমে বা অন্য কোনো বৈধ উপায়ে কেউ যদি লেনদেন করার মাধ্যমে নিজের মুলধন বৃদ্ধি করে তবে মূলধনের বৃদ্ধিপ্রাপ্ত অংশ মুনাফা হিসেবে ধরা হয়।

প্রশ্ন-৫. আসল এবং মুনাফা নির্ণয়ের সূত্র লিখ।
উত্তর :
 আমরা জানি, আসল = মুনাফা/মুনাফার × সময়
বা, P = I/rn
এবং মুনাফা = আসল × মুনাফা হার × হার
বা, I = Prn

প্রশ্ন-৬. সরল মুনাফা কাকে বলে?

উত্তর : প্রতি বছর শুধু প্রারম্ভিক মূলধনের ওপর যে মুনাফা হিসাব করা হয়, তাকে সরল মুনাফা (simple profit) বলে।

প্রশ্ন-৭. চক্রবৃদ্ধি মুনাফা কাকে বলে?
উত্তর :
 মুনাফা-আসল (মুনাফা + আসল) এর উপর যে মুনাফা প্রদান করা হয় তাকে চক্রবৃদ্ধি মুনাফা বলে।

প্রশ্ন-৮. উদাহরণসহ বিনিয়োগের সংজ্ঞা দাও।
উত্তর :
 কোনো নির্দিষ্ট মেয়াদের জন্য মুনাফা অর্জনের লক্ষ্যে মূলধন খাটানোকে বিনিয়োগ বলে। উদাহরণস্বরূপ সঞ্চয়পত্র ক্রয়, শেয়ার ক্রয়।

প্রশ্ন-৯. সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার সূত্র লিখ।
উত্তর :
 সরল মুনাফার সূত্র : I = Pnr
এবং চক্রবৃদ্ধি মুনাফার সূত্র : C – P = P(১ + r)n – P
যেখানে, I = মুনাফা, P = মূলধন, r = মুনাফার হার
C = চক্রবৃদ্ধি মূলধন, n = সময়।

প্রশ্ন-১০. প্রচলিত অর্থসহ মুনাফা নির্ণয়ের সূত্রটি লিখ।
উত্তর :
 মুনাফা নির্ণয়ের সূত্র : I = Pnr
এখানে, P = মুনাফা
I = মুনাফা
n = সময়
r = মুনাফা হার। 

Rate this post
Mithu Khan

I am a blogger and educator with a passion for sharing knowledge and insights with others. I am currently studying for my honors degree in mathematics at Govt. Edward College, Pabna.

Leave a Comment

x