ম্যাট্রিক্স ও নির্ণায়ক (Matrix and Determinant)

 প্রশ্ন-১. বর্গ ম্যাট্রিক্স কাকে বলে?

উত্তর : সমান সংখ্যক সারি ও কলাম বিশিষ্ট ম্যাট্রিক্সকে বর্গ ম্যাট্রিক্স (Square Matrix) বলে।

প্রশ্ন-২. অভেদক ম্যাট্রিক্স বা একক ম্যাট্রিক্স কাকে বলে?

উত্তর : যে স্কেলার ম্যাট্রিক্সের প্রধান কর্ণের ভুক্তি সমূহ 1 (এক) তাকে অভেদক ম্যাট্রিক্স বা একক ম্যাট্রিক্স বলে।

প্রশ্ন-৩. স্কেলার ম্যাট্রিক্স কি?
উত্তর : যে ম্যাট্রিক্সের প্রধান কর্ণের ভুক্তিগুলি অশূন্য ও সমান এবং অন্য সকল ভুক্তি শূন্য তা স্কেলার ম্যাট্রিক্স।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *