মুনাফিক কারা?
উত্তর : যাদের মধ্যে ‘নিফাক’ অর্থাৎ কপটতা, ভণ্ডামি, দ্বিমুখী নীতি বিদ্যমান তারা-ই মুনাফিক। নৈতিক ও মানবিক আদর্শের বিপরীত কাজ করাই এদের ধর্ম। মুনাফিকরা মুখে ভালো কথা বললেও তাদের অন্তর থাকে কুফরিতে পূর্ণ।
আখলাকে যামিমাহ বলতে কি বোঝায়? আখলাকে যামিমাহ অর্থ কি?
উত্তর : আখলাকে যামিমাহ বলতে মানবচরিত্রের হীন ও অপছন্দনীয় স্বভাবগুলোকে বোঝায়।
আখলাকে যামিমাহ অর্থ নিন্দনীয় স্বভাব। যেসব খারাপ কাজ বা আচরণ মানুষকে হীন ও নিন্দনীয় করে তোলে সেগুলোকে আখলাকে যামিমাহ বলে। অহংকার, ঘুষ, অশ্লীলতা, পরশ্রীকাতরতা, ঘৃণা, চৌর্যবৃত্তি প্রভৃতি আখলাকে যামিমাহর উদাহরণ।