অরবিট (Orbit) কি?
পরমাণুতে নিউক্লিয়াসের চতুর্দিকে ইলেকট্রন আবর্তনের জন্য কতকগুলো নির্দিষ্ট শক্তিবিশিষ্ট কক্ষপথ রয়েছে। এদেরকে প্রধান শক্তিস্তর বা শেল বলে। এ প্রধান শক্তিস্তরই অরবিট (Orbit) নামে পরিচিত। বোর মতবাদ অনুসারে শক্তিস্তরসমূহ ত্রিমাত্রিক বর্তুলাকার। অর্থাৎ অনেকটা দেখতে ফুটবলের মত গোলক আকৃতির। নিউক্লিয়াসের কাছের শক্তিস্তর হলো ১ম স্তর বা ১ম অরবিট বা K-শেল। এটি সবচেয়ে ছোট। ২য় শক্তিস্তর বা ২য় অরবিট বা L-শেল। আকারে তার চেয়ে বড়। এভাবে নিউক্লিয়াস থেকে যত দূরে যাওয়া যায় অরবিটের আকার তত বড় হয়।