পর্যাবৃত্ত গতি কাকে বলে? পর্যায় বৃত্ত গতির উদাহরণ। What is Periodic motion?

কোনো গতিশীল বস্তুকণার গতি যদি এমন হয় যে, এটি এর গতি পথে কোনো নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে অতিক্রম করে, তাহলে সেই গতিকে পর্যাবৃত্ত গতি (Periodic motion) বলে। এই গতি বৃত্তাকার, উপবৃত্তাকার বা সরলরৈখিক হতে পারে। ঘড়ির কাঁটার গতি, সূর্যের চারদিকে পৃথিবীর গতি, বাষ্প বা পেট্রোল ইঞ্জিনের সিলিন্ডারের মধ্যে পিস্টনের গতি পর্যাবৃত্ত গতি। পর্যাবৃত্ত গতি সম্পন্ন কোনো কণা যে নির্দিষ্ট সময় পর পর নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট দিক দিয়ে অতিক্রম করে সেই সময়কে পর্যায়কাল বলে।

বৈদ্যুতিক পাখার গতি পর্যাবৃত্ত গতি কেন?

বৈদ্যুতিক পাখা ঘূর্ণনের সময় এর গতিপথে একই দিক বরাবর নির্দিষ্ট সময় পর পর কোনো নির্দিষ্ট বিন্দুকে অতিক্রম করে চলে। কোনো গতিশীল বস্তুকণার গতি যদি এমন হয় যে, এটি এর গতিপথের কোনো নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে অতিক্রম করে তবে সেই গতিকে পর্যাবৃত্ত গতি বলে। সুতরাং বৈদ্যুতিক পাখার গতি একটি পর্যাবৃত্ত গতি। 

বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১। নিয়মিত ব্যবধানে কোনো কিছুর পুনঃপুনঃ সংঘটিত হওয়াকে কী বলে?

ক) সরল ছন্দিত

খ) পর্যাবৃত্ততা

গ) পর্যাবৃত্ত গতি

ঘ) স্থিতিস্থাপকতা

উত্তরঃ খ) পর্যাবৃত্ততা

 

২। পর্যায়ক্রমকে কয়ভাবে বর্ণনা করা যায়?

ক) ২  খ) ৩

গ) ৪  ঘ) ৫

উত্তরঃ ক) ২

 

৩। নিচের কোনটি অধিক পর্যাবৃত্ত?

ক) ঘড়ির মিনিটের কাঁটা

খ) নাগোরদোলা

গ) মাইক্রোবাস

ঘ) নদীর স্রোত

উত্তরঃ ক) ঘড়ির মিনিটের কাঁটা

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *