আকিকা আরবি শব্দ যার অর্থ হচ্ছে ভাঙা, কেটে ফেলা ইত্যাদি। ইসলামি পরিভাষায় সন্তান জন্মের পর সপ্তম দিনে তার কল্যাণ কামনা করে আল্লাহর নামে কোনাে হালাল গৃহপালিত পশু জবাই করাকে আকিকা বলে। আকিকা করা সুন্নাত। এর মাধ্যমে আল্লাহর রহমত পাওয়া যায় এবং সন্তানের বিপদাপদ দূর হয়।