গোলীয় দর্পণ কাকে বলে? গোলীয় দর্পণ কত প্রকার ও কি কি?

যে দর্পণের প্রতিফলক পৃষ্ঠ কোন গোলকের অংশ বিশেষ এবং তাতে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে সেই দর্পণকে গোলীয় দর্পণ (Spherical Mirror) বলে।

গোলীয় দর্পণ দুই প্রকার। যথা–

  1. অবতল দর্পণ
  2. উত্তল দর্পণ।
কোনো গোলকের অবতল পৃষ্ঠ যদি প্রতিফলকরূপে কাজ করে অর্থাৎ আলোর নিয়মিত প্রতিফলন যদি গোলীয় দর্পণের অবতল পৃষ্ঠ হতে সংঘটিত হয় তবে সে দর্পণকে অবতল দর্পণ বলে। এক্ষেত্রে গোলকের কেটে নেওয়া অংশের উত্তল পৃষ্ঠে পারা লাগিয়ে অবর্তল দর্পণ তৈরি করা হয়। অবতল দর্পণ একটি অভিসারী দর্পণ কেননা সমান্তরাল আলোকরশ্মি অবতল দর্পণে আপতিত হওয়ার পর প্রতিফলিত হয়ে একটি বিন্দুতে অভিসারিত হয় বা একত্রে মিলিত হয়।

আবার, কোনো গোলকের উত্তল পৃষ্ঠ যদি প্রতিফলকরূপে কাজ করে অর্থাৎ আলোর নিয়মিত প্রতিফলন যদি গোলীয় দর্পণের উত্তল পৃষ্ঠ হতে সংঘটিত হয়, তবে সে দর্পণকে উত্তল দর্পণ বলে।
এক্ষেত্রে গোলকের কেটে নেওয়া অংশের অবতল পৃষ্ঠে অর্থাৎ ভিতরের দিকে পারা লাগিয়ে উত্তল দর্পণ তৈরি করা হয়।
উত্তল দর্পণ একটি অপসারী দর্পণ, কারণ সমান্তরাল আলোকরশ্মি উত্তল দর্পণে আপতিত হয়ে প্রতিফলিত হবার পর অপসারী রশ্মিগুচ্ছে পরিণত হয় অর্থাৎ ছড়িয়ে পড়ে এবং কখনই একটি বিন্দুতে মিলিত হয় না।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *