কোনো কণিকার উপর আলো পড়লে সেই কণিকা আলোকে বিভিন্ন দিকে ছড়িয়ে দেয়। এভাবে বিভিন্ন দিকে আলোর ছড়িয়ে পড়াকে আলোর বিক্ষেপণ বলে। আলোর বিক্ষেপণ নির্ভর করে আলোর তরঙ্গ দৈর্ঘ্যের উপর। যে আলোর তরঙ্গ দৈর্ঘ্য বেশি তার বিক্ষেপণ কম আর যার তরঙ্গ দৈর্ঘ্য কম তার বিক্ষেপণ হবে বেশি।
অবতল লেন্সে গঠিত প্রতিবিম্ব পর্দায় উৎপন্ন হয় কি-না? ব্যাখ্যা কর।
অবতল লেন্স অপসারী ক্ষমতাসম্পন্ন, তাই এ লেন্সে একগুচ্ছ আলাোকরশ্মি প্রতিসরিত হবার পর সাধারণত অপসারীগুচ্ছে পরিণত হয়। অপসারী এ আলোকরশ্মিগুচ্ছ কখনো মিলিত হয় না, তাই অবতল লেন্স দ্বারা গঠিত বিম্ব সাধারণত পর্দায় ফেলা যায় না, বা ফোকাস করা যায় না। তবে অবতল লেন্সে আপতিত রশ্মিগুচ্ছ যদি আগে থেকেই বেশ অভিসারী প্রকৃতির হয়ে থাকে, তবে লেন্স দ্বারা অনেকটা অপসারী হওয়ার পরও তা অভিসারী থাকার সম্ভাবনা রয়েছে। এমন ক্ষেত্রে ঐ রশ্মিগুচ্ছ পর্দায় বিম্ব তৈরি করতে সক্ষম।