যে ক্রিয়া দ্বারা কোনো কাজ এখন হয়, হচ্ছে, হয়েছে বা সচরাচর হয়ে থাকে ইত্যাদি বুঝায়, তাকে বর্তমান কাল (Present tense) বলে। যেমনঃ শারমিন বই পড়ে, পাখিরা আকাশে উড়ে ইত্যাদি।
বর্তমান কালের প্রকারভেদ
বর্তমান কাল চার প্রকার। যথাঃ
- সাধারণ বর্তমান বা নিত্য বর্তমান কাল।
- ঘটমান বর্তমান কাল।
- পুরাঘটিত বর্তমান কাল।
- বর্তমান অনুজ্ঞা।
১. সাধারণ বর্তমান কাল : যে ক্রিয়া দ্বারা বর্তমানে কোনো কাজ হয়, হয়ে থাকে, সব সময় ঘটে অথবা চিরন্তন সত্য ইত্যাদি বুঝায়, তাকে সাধারণ বর্তমান কাল বলে। যেমনঃ করিম ভাত খায়, নীলা স্কুলে যায়, সূর্য পূর্ব দিকে উঠে ইত্যাদি।
২. ঘটমান বর্তমান কাল : যে ক্রিয়া দ্বারা বর্তমানে কোনো কাজ হচ্ছে বা চলছে ইত্যাদি বুঝায়, তাকে ঘটমান বর্তমান কাল বলে। যেমনঃ মিনা লিখছে, অর্পি পড়ছে ইত্যাদি।
৩. পুরাঘটিত বর্তমান কাল : যে ক্রিয়া দ্বারা বর্তমানের কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে কিন্তু তার ফল এখনও বিদ্যমান রয়েছে এরূপ বুঝায়, তাকে পুরাঘটিত বর্তমান কাল বলে। যেমনঃ রহিম বাজারে গিয়েছে, সানি ভাত খেয়েছে ইত্যাদি।
৪. বর্তমান অনুজ্ঞা : যে ক্রিয়া দ্বারা বর্তমানের কোনো আদেশ, অনুরোধ, উপদেশ, প্রার্থনা ইত্যাদি বুঝায়, তাকে বর্তমান অনুজ্ঞা বলে। যেমনঃ এখন স্কুলে যাও (আদেশ), দয়া করে এক গ্লাস পানি দাও (অনুরোধ), শিক্ষকদের সম্মান করবে (উপদেশ), তুমি দীর্ঘজীবী হও (প্রার্থনা) ইত্যাদি।
এখানে যা শিখলাম–
বর্তমান কাল কাকে বলে?; বর্তমান কাল কত প্রকার ও কী কী?; সাধারণ বর্তমান কাল কাকে বলে?; ঘটমান বর্তমান কাল কাকে বলে?; পুরাঘটিত বর্তমান কাল কাকে বলে?; বর্তমান অনুজ্ঞা কাকে বলে?;