আলোর প্রতিফলন সম্পর্কিত প্রশ্ন ও উত্তর
প্রশ্ন-২. ফোকাস দূরত্ব কাকে বলে?
উত্তর : গোলীয় দর্পণের মেরু থেকে প্রধান ফোকাস পর্যন্ত দূরত্বকে ফোকাস দূরত্ব বলে। একে f দ্বারা প্রকাশ করা যায়।
প্রশ্ন-৩. দর্পণ কত প্রকার ও কী কী?
উত্তর : দর্পণ দুই প্রকার। যথা– ১। সমতল দর্পণ এবং ২। গোলীয় দর্পণ।
প্রশ্ন-৪. গোলীয় দর্পণ কাকে বলে?
উত্তর : প্রতিফলক পৃষ্ঠ যদি কোনো গোলকের অংশবিশেষ হয় এবং তাতে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে তাকে গোলীয় দর্পণ বলে।
প্রশ্ন-৫. সমতল দর্পণ (Plane Mirror) কাকে বলে?
উত্তর : যে মসৃণ তলে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে তাকে সমতল দর্পণ (Plane Mirror) বলে।
প্রশ্ন-৬. বক্রতার কেন্দ্র কাকে বলে?
উত্তর : গোলীয় দর্পণটি যে গোলকের অংশ তার কেন্দ্রকে বক্রতার কেন্দ্র বলে।
প্রশ্ন-৭. প্রতিবিম্ব কাকে বলে?
প্রশ্ন-৮. প্রধান অক্ষ কাকে বলে?
উত্তর : গোলীয় দর্পণের মেরু ও বক্রতার কেন্দ্রের মধ্যে দিয়ে গমনকারী সরলরেখাকে দর্পণের প্রধান অক্ষ বলে।
উত্তর : দর্পণের প্রধান অক্ষের নিকটবর্তী সমান্তরাল রশ্মিগুচ্ছ দর্পণে আপতিত হয়ে প্রতিফলনের পর প্রধান অক্ষের উপর যে বিন্দুতে মিলিত হয় (অবতল দর্পণে) বা যে বিন্দু থেকে অপসৃত হয় বলে মনে হয় (উত্তল দর্পণে) ঐ বিন্দুকে দর্পণের প্রধান ফোকাস বলে।
প্রশ্ন-১০. বিবর্ধন কী?
উত্তর : বিম্ব লক্ষবস্তুর তুলনায় কত গুণ বড় বা ছোট তার অনুপাতকে বিবর্ধন বলে।
প্রশ্ন-১১. বক্রতার ব্যাসার্ধ কাকে বলে?
উত্তর : গোলীয় দর্পণ যে গোলকের অংশবিশেষ সেই গোলকের ব্যাসার্ধকে বক্রতার ব্যাসার্ধ বলে।
প্রশ্ন-১২. রৈখিক বিবর্ধন 1 বলতে কী বোঝায়?
উত্তর : রৈখিক বিবর্ধন 1 বলতে আমরা বুঝি প্রতিবিম্বের আকার ও লক্ষবস্তুর আকার সমান।
প্রশ্ন-১৩. দর্পণে লম্বভাবে আপতিত রশ্মি একই পথে ফিরে আসে কেন?
উত্তর : আমরা জানি, প্রতিফলনের ক্ষেত্রে আপাতন কোণ ও প্রতিফলন কোণ সমান। যেহেতু দর্পণে আপতিত রশ্মি লম্বভাবে আপতিত হলে আপাতন কোণ 0° হয়, তাই প্রতিফলন কোণও 0° হয়। অর্থাৎ প্রতিফলিত রশ্মি 0° কোণে একই পথে ফিরে আসে।
প্রশ্ন-১৪. দাঁতের চিকিৎসায় কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয়? এবং কেন? ব্যাখ্যা করো।
উত্তর : দাঁতের চিকিৎসার জন্য অবতল দর্পণ ব্যবহার করা হয়। কারণ অবতল দর্পণের মাধ্যমে দাঁতের প্রতিবিম্ব অনেক বড় করে দেখায় এর ফলে ডাক্তার সকল কিছু স্পষ্ট করে দেখে চিকিৎসা করতে পারেন। তাই দাঁতের চিকিৎসায় এ দর্পণ ব্যবহার করা হয়।
প্রশ্ন-১৫. দর্পণের পেছনে ধাতুর প্রলেপ লাগানো হয় কেন?
উত্তর : কাচের এক পৃষ্ঠে ধাতুর প্রলেপ লাগিয়ে দর্পণ তৈরি করা হয়। এর ফলে কাচ অস্বচ্ছ প্রতিফলক হিসেবে কাজ করে এবং প্রলেপ লাগানো পৃষ্ঠের বিপরীতপৃষ্ঠে আলোর প্রতিফলন হয়।