সুপার অক্সাইড কাকে বলে?
যে সকল অক্সাইডে পার-অক্সাইড বা পলি-অক্সাইড অপেক্ষায় অধিক পরিমাণে অক্সিজেন থাকে তাদেরকে সুপার অক্সাইড বলে। যেমন– KO2।
যে সকল অক্সাইডে পার-অক্সাইড বা পলি-অক্সাইড অপেক্ষায় অধিক পরিমাণে অক্সিজেন থাকে তাদেরকে সুপার অক্সাইড বলে। যেমন– KO2।
যে পরিমাপক যন্ত্রের সাহায্যে কোন সার্কিটের বৈদ্যুতিক শক্তি বা এনার্জি পরিমাপ করা হয়, তাকে এনার্জি মিটার (Energy Meter) বলে। একে ওয়াট আওয়ার বা কিলোওয়াট-আওয়ার মিটারও বলে। এনার্জি মিটার প্রধানত তিন প্রকার। যথা: ১. ইলেকট্রোলাইটিক বা ইন্ডাকশন টাইপ এনার্জি মিটার; ২. মোটর এনার্জি মিটার এবং ৩. ক্লক এনার্জি মিটার। এনার্জি মিটারে কী কী ত্রুটি হতে পারে? দুটি কারণে এনার্জি মিটারে…
আফটার সেভ (After Save) মূলত পুরুষদের ব্যবহৃত প্রসাধনী সামগ্রী। সেভ করার সময় ধারালাে ব্লেডের কারণে ত্বকের উপরিভাগের কোষ ক্ষতিগ্রস্ত হয় এবং নতুন কোষ উদ্ভূত হয়। সেভিং ক্রীমে সাবান জাতীয় পদার্থ, ক্ষার জাতীয় পদার্থ ইত্যাদি থাকায় ক্ষতিগ্রস্ত ত্বকের সংস্পর্শে আসলে জ্বালা পােড়া করে এবং সেখান হতে ক্ষতের সৃষ্টি বা ইনফেকসন হওয়ার সম্ভাবনা থাকে। সেভ করার পর ক্ষতিগ্রস্ত…
রচনার প্রধান তিনটি অংশ রয়েছে। যথা– ক. ভূমিকা, খ. বিষয়বস্তু, গ. উপসংহার। ক. ভূমিকা : এটি রচনার প্রবেশপথ। একে সূচনা প্রারম্ভিক বা প্রাক-কথনও বলা চলে। এতে যে বিষয়ে রচনা লেখা হবে, তার আভাস এবং সংক্ষিপ্ত ধারণা দেওয়ার চেষ্টা করা হয়। ভূমিকা সংক্ষিপ্ত হওয়াই উচিত। খ. বিষয়বস্তু বা মূল বক্তব্য : বিষয়বস্তু বা মূল বক্তব্যই হচ্ছে রচনার প্রধান অংশ। এ…
যে শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় উদ্ভিদের দেহের ভেতর থেকে পাতার মাধ্যমে বাষ্পাকারে পানির নির্গমন হয় তাকে প্রস্বেদন বলে। প্রস্বেদনের প্রকারভেদ প্রস্বেদন সংঘটিত হওয়ার স্থানের ভিত্তিতে প্রস্বেদন তিন প্রকার। যথা: পত্ররন্ধ্রীয় প্রস্বেদন ত্বকীয় বা কিউটিকুলার প্রস্বেদন লেন্টিকুলার প্রস্বেদন। ১। পত্ররন্ধ্রীয় প্রস্বেদন : পাতায়, কচি কাণ্ডে, ফুলের বৃতি ও পাপড়িতে দুটি রক্ষীকোষ বিশিষ্ট যে রন্ধ্র থাকে তাকে পত্ররন্ধ্র বলে এবং এই পত্ররন্ধ্রের মাধ্যমে যে…
স্ক্যানার কি? (What is Scanner in Bengali/Bangla?) স্ক্যানার (Scanner) অনেকটা ফটোকপি মেশিনের মতো। এটি একটি জনপ্রিয় ইনপুট ডিভাইস। এর মাধ্যমে যে কোন লেখা, ছবি, ড্রয়িং অবজেক্ট ইত্যাদি স্ক্যান করে কম্পিউটারে ডিজিটাল ইমেজ হিসেবে কনভার্ট করা যায়। পরবর্তীতে বিভিন্ন সফটওয়্যার যেমন, এডোবি ফটোশপ (Adobe Photoshop) এর মাধ্যমে ডিজিটাল ইমেজকে ইচ্ছেমতাে এডিট করা যায়। স্ক্যানারের মাধ্যমে লেখাকে স্ক্যান…
সঠিক পদ্ধতিতে পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে কোনাে কিছু জানার নামই গবেষণা। আরও প্রশ্ন ও উত্তরঃ– ১। কে সর্বপ্রথম গবেষণাগারে রসায়নের গবেষণা করেন? উত্তর : জাবির ইবনে-হাইয়ান সর্বপ্রথম গবেষণাগারে রসায়নের গবেষণা করেন। ২। রসায়নের ইতিহাসে প্রথম পদ্ধতিগতভাবে রসায়নের চর্চা বা রসায়নের গবেষণা সমন্ধে আলোচনা করো? উত্তর : মধ্যযুগে আরবের মুসলিম দার্শনিকগণ কপার, টিন, সিসা এসব স্বল্পমূল্যের ধাতু থেকে সােনা তৈরি…