আপতন কোণ ও প্রতিফলন কোণ কাকে বলে?

আপতন কোণ : আলো কোনো পৃষ্ঠে আপতিত হলে আপতিত রশ্মি অবিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করে তাকে আপতন কোণ বলে। একে “i” দ্বারা প্রকাশ করা হয়।

প্রতিফলন কোণ : আলো কোনো পৃষ্ঠে আপতিত হলে প্রতিফলিত রশ্মি অভিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করে তাকে প্রতিফলন কোণ বলে। একে “r” দ্বারা প্রকাশ করা হয়।

হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রতিসরণের ক্ষেত্রে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হয় না কেন?
উত্তর : আমরা জানি,পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের একটি শর্ত হলো আপতন কোণের মান সংকট কোণের থেকে বড় হতে হবে।আর সংকট কোণ হল আপতন কোণের সেই মান যার জন্য প্রতিসরণ কোণ 90° হয়। আলোক রশ্মি হালকা স্বচ্ছ মাধ্যম থেকে ঘন স্বচ্ছ মাধ্যমে প্রতিসরিত হওয়ার ক্ষেত্রে প্রতিসরিত রশ্মি অভিলম্বের দিকে বেঁকে যায়। ফলশ্রুতিতে প্রতিসরণ কোণ আপতন কোণ থেকে কম হয়। আপতন কোণের মান বাড়াতে থাকলে প্রতিসরণ কোণের মানও বাড়তে থাকে। কিন্তু প্রতিসরণ কোণের এই মান কখনোই 90° হয় না। কারণ, আপতন কোণের মান সর্বোচ্চ 90° হলেও প্রতিসরণ কোণের মান 90° থেকে কিছুটা হলেও কম থাকে। তাই হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে আলোর প্রতিসরণের ক্ষেত্রে কখনো সংকট কোণ পাওয়া যায় না।
ফলশ্রুতিতে এইক্ষেত্রে সংকট কোণ পাওয়ার পরের ধাপ অর্থাৎ,পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনও কখনও হয় না।

শেষ কথা:
আশা করি আপনাদের এই আর্টিকেলটি পছন্দ হয়েছে। আমি সর্বদা চেষ্টা করি যেন আপনারা সঠিক তথ্যটি খুজে পান। যদি আপনাদের এই “আপতন কোণ ও প্রতিফলন কোণ কাকে বলে?” আর্টিকেলটি পছন্দ হয়ে থাকলে, অবশ্যই ৫ স্টার রেটিং দিবেন।

Similar Posts