লেন্সের প্রধান ফোকাস কাকে বলে? আলোকরশ্মির দিক পরিবর্তনের কারণ কী?
কোনো লেন্সের প্রধান অক্ষের সমান্তরাল ও নিকটবর্তী আলোক রশ্মিগুচ্ছ প্রতিসরণের পর প্রধান অক্ষের যে বিন্দুতে মিলিত হয় বা যে বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়, তাকে ঐ লেন্সের প্রধান ফোকাস বলে।
আলোকরশ্মির দিক পরিবর্তনের কারণ কী?
আমরা জানি, আলো একটি নির্দিষ্ট স্বচ্ছ মাধ্যমে সরলরেখায় চলে। কিন্তু আলো যখন অন্য কোনো মাধ্যমে প্রবেশ করে তখন সাথে সাথেই এটি মাধ্যমের ঘনত্ব কম বা বেশি অনুসারে এর দিক পরিবর্তন করে। মাধ্যমের ঘনত্বের ভিন্নতার কারণেই আলো ভিন্ন মাধ্যমে এর গতিপথ পরিবর্তন করে।