যে টিস্যু দেহের খোলা অংশ ঢেকে রাখে এবং দেহের ভেতরের আবরণ তৈরি করে তাকে আবরণী টিস্যু বলে। এ টিস্যুর কোষগুলো ঘন সন্নিবেশিত এবং একটি ভিত্তিপর্দার উপর বিন্যস্ত থাকে।
মানবদেহে আবরণী টিস্যুর গুরুত্বঃ
মানবদেহে আবরণী টিস্যুর গুরুত্ব নিচে বর্ণনা করা হলো–
সাধারণত মানবদেহের ত্বকের বাহিরের, মুখগহ্বরের ভেতরের, নাকের ভেতরের, কানের ভেতরের বহিঃআবরণীগুলোই আবরণী টিস্যু দ্বারা গঠিত। এ টিস্যু দেহের ভেতরের ও বাহিরের অঙ্গগুলোকে আঘাত থেকে রক্ষা করে। ত্বকে কোনো ক্ষতিকর পদার্থ পড়লে তা আবরণী টিস্যুর ভেতরে প্রবেশ করতে বাধা দিয়ে সম্ভাব্য ক্ষতির হাত থেকে কোষকে বাঁচায়।
চোখের পাতাও এক ধরনের আবরণী টিস্যু, যা মানুষ নিয়ন্ত্রিত ও ইচ্ছা করলেই ক্ষতিকারক বস্তু বা অতিরিক্ত আলো থেকে চোখকে রক্ষা করে।
অন্যদিকে, পাকস্থলী ও অন্ত্রের আবরণী টিস্যু পাচক রস ক্ষরণ করে এবং জিহ্বার আবরণী টিস্যু স্বাদ গ্রহণের কাজ করে। তাই, মানবদেহে আবরণী টিস্যুর গুরুত্ব অপরিসীম।