অ্যালকাইল মূলক কাকে বলে? ডাইমিথাইল ইথারের ধর্ম লিখ।
অ্যালকেনের অণু হতে একটি হাইড্রোজেন পরমাণু অপসারণ করলে যে মূলক পাওয়া যায়, তাকে অ্যালকাইল মূলক বলে। মূল হাইড্রোকার্বনের নামের শেষে এন (ane) বাদ দিয়ে সেখানে আইল ( – yl) যোগ করলে অ্যালকাইল মূলকের নাম পাওয়া যায়। যেমন মিথেন CH4 হতে মিথাইল মূলক CH3–; ইথেন C2H6 হতে ইথাইল মূলক C2H5–। অ্যালকাইল মূলক একযোজী মূলক হিসেবে কাজ করে, অ্যালকাইল মূলকের সাধারণ সংকেত C
nH
2n+1। অর্থাৎ অ্যালকেন অপেক্ষা এতে একটি হাইড্রোজেন পরমাণু কম। অ্যালকাইল মূলককে সাধারণভাবে ‘R–’ দ্বারা চিহ্নিত করা হয়।
ডাইমিথাইল ইথারের ধর্ম লিখ।
ডাইমিথাইল ইথারের ধর্মগুলো হলো–
- ডাইমিথাইল ইথার সাধারণ তাপমাত্রায় গ্যাসীয়।
- ডাইমিথাইল ইথার পানিতে স্বল্প দ্রবণীয় এবং সমযোজী যৌগের উত্তম দ্রাবক।
- ডাইমিথাইল ইথার পানি অপেক্ষা হালকা।
- ডাইমিথাইল ইথারের স্ফুটনাঙ্ক -24°C।
- ডাইমিথাইল ইথার রাসায়নিকভাবে কম সক্রিয়।
শেষ কথা:
আশা করি আপনাদের এই আর্টিকেলটি পছন্দ হয়েছে। আমি সর্বদা চেষ্টা করি যেন আপনারা সঠিক তথ্যটি খুজে পান। যদি আপনাদের এই “অ্যালকাইল মূলক কাকে বলে?” আর্টিকেল পছন্দ হয়ে থাকে, তাহলে অবশ্যই ৫ স্টার রেটিং দিবেন।