শক্তিস্তর কাকে বলে?- জ্ঞানমূলক প্রশ্ন
উত্তরঃ কোন পরমাণুর নিউক্লিয়াসের বাহিরে ইলেকট্রনগুলো যে নির্দিষ্ট কক্ষপথে অবস্থান করে, সেই কক্ষপথগুলোকে ঐ পরমাণুর শক্তিস্তর বলে।
ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা ১২ ব্যাখ্যা কর।- অনুধাবনমূলক প্রশ্ন
উত্তরঃ কোনো মৌলের পরমাণুর নিউক্লিয়াসে বিদ্যমান প্রোটন সংখ্যাকে ঐ মৌলের পারমাণবিক সংখ্যা বলে। পারমাণবিক সংখ্যার সাহায্যে মৌলের প্রোটন সংখ্যা ও ইলেকট্রন সংখ্যা জানা যায়। সুতরাং ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা ১২ বলতে বোঝায় ম্যাগনেসিয়ামের একটি পরমাণুতে ১২টি প্রোটন রয়েছে। একটি পরমাণুতে যেহেতু প্রোটন আর ইলেকট্রনের সংখ্যা সমান, তাই ম্যাগনেসিয়ামের একটি পরমাণুতে ১২টি ইলেকট্রন রয়েছে।