উপাচার্যের পদত্যাগের দাবিতে অনশনরত অসুস্থ শিক্ষার্থীদের বহন করা অ্যাম্বুলেন্সের শব্দে ভারী হচ্ছে শাবিপ্রবি ক্যাম্পাস। শিক্ষার্থীদের অসুস্থতার তীব্রতা যত বাড়ছে, ততই নীরবতা নেমে আসছে আন্দোলনে অংশ নেয়া শিক্ষার্থীদের মধ্যে। হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে অনশনরত ৬ জন শিক্ষার্থীকে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থাতেও অনশন ভাঙেনি তারা।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে ২৪ শিক্ষার্থীর আমরণ অনশনের ৩০ ঘন্টা পেরিয়েছে।
বুধবার (১৯ জানুয়ারি) বিকেল ২টা ৫০ মিনিট থেকে শুরু হওয়া আমরণ অনশনের ৩০ ঘণ্টার মধ্যেই ৬ জন শিক্ষার্থীকে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে নেয়া হয়েছে। স্যালাইন ও ভিটামিন সাপ্লিমেন্ট দেয়া হচ্ছে আরও ৯ জন অনশনরত শিক্ষার্থীকে।
জানা যায়, এখন পর্যন্ত কোনো অনশনকারী শিক্ষার্থী অনশন ভাঙেনি। হাসপাতালে চিকিৎসাধীন শিক্ষার্থীরা চিকিৎসকদের অনুরোধেও অনশন ভাঙেনি। যতক্ষণ পর্যন্ত না উপাচার্য পদত্যাগ না করছেন, ততক্ষণ পর্যন্ত আর কোনো কারণেই অনশন কর্মসূচি বন্ধ হবে না।