অবতল লেন্স কাকে বলে? অবতল লেন্সের ব্যবহার।
যে লেন্সের মধ্যভাগ সরু এবং প্রান্তভাগ ক্রমশ পুরু তাকে অবতল লেন্স বলে।
- উভাবতল বা দ্বি-অবতল লেন্স
- উত্তলাবতল (উত্তল-অবতল) লেন্সঃ যে লেন্সের একটি তল উত্তল ও অপর তল অবতল তাকে উত্তলাবতল লেন্স বলে।
- সমোতলোত্তল (সমতল-অবতল) লেন্সঃ যে লেন্সের একটি তল সমতল ও অন্যতল উত্তল তাকে সমোতলোত্তল লেন্স বলে।
- চশমায় ব্যবহার করা হয় (ক্ষীনদৃষ্টির ক্ষেত্রে)
- কোন কোন দূরবীক্ষণ যন্ত্রে
- অন্যান্য আলোক যন্ত্রে
- বিভিন্ন পরীক্ষণে
- দাঁত এর চিকিৎসায়
শেষ কথা:
আশা করি আপনাদের এই আর্টিকেলটি পছন্দ হয়েছে। আমি সর্বদা চেষ্টা করি যেন আপনারা সঠিক তথ্যটি খুজে পান। যদি আপনাদের এই “অবতল লেন্স কাকে বলে? অবতল লেন্সের ব্যবহার।” আর্টিকেলটি পছন্দ হয়ে থাকলে, তাহলে অবশ্যই ৫ স্টার রেটিং দিবেন।