সংবেদন হলো বহির্জগৎ বিষয়ে ক্ষুদ্র ক্ষুদ্র একক অভিজ্ঞতা। আর এ অভিজ্ঞতার সমষ্টিই হলো প্রত্যক্ষণ।
- প্রত্যক্ষণ হলো সংবেদনের বিশ্লেষণ, সমন্বয়সাধন ও একীভূতকরণ।
- প্রত্যক্ষণ হলো সংবেদনের অর্থবোধ।
- প্রত্যক্ষণ হলো প্রকৃত জ্ঞান।
- প্রত্যক্ষণ অপেক্ষাকৃত সক্রিয় প্রক্রিয়া।
- প্রত্যক্ষণ বস্তুর সামগ্রিক পরিচয়।
- প্রত্যক্ষণ ব্যক্তির ইচ্ছা-অনিচ্ছার উপর নির্ভর করে।
- প্রত্যক্ষণ নির্ভরশীল শিক্ষণ ও অতীত অভিজ্ঞতার উপর।
কয়েকটি প্রত্যক্ষণ এর উদাহরণঃ
ভ্রান্ত প্রত্যক্ষণ
যে প্রত্যক্ষণে একটি বস্তুকে অন্য একটি বস্তু বলে প্রতীয়মান হয়, তাকে বলা হয় ভ্রান্ত প্রত্যক্ষণ। যেমন অন্ধকারে দড়িকে সাপ বলে মনে করে ভয়ে আঁতকে ওঠা।
অলীক প্রত্যক্ষণ
যে বস্তু বাস্তবে উপস্থিত নেই, সে বস্তুকেই প্রত্যক্ষণ করা হলে তাকে অলীক প্রত্যক্ষণ বলা হয়। যেমন: অন্ধকারে রাতে ঝোপের কাছ থেকে হেঁটে যাওয়ার সময় একজন শুনতে পায় যে, একটি শিশু কান্না করছে। অথচ বাস্তবে গভীর রাতে সেখানে কোনো শিশুর অস্তিত্ব নেই।
অথবা, পঙ্খিরাজ ঘোড়ার প্রত্যক্ষণ হচ্ছে অলীক প্রত্যক্ষণ।