তড়িৎ রাসায়নিক কোষ কি?
তড়িৎ রাসায়নিক কোষ হলো এমন এক ধরনের কোষ যার মাধ্যমে রাসায়নিক শক্তি থেকে বিদ্যুৎশক্তি তৈরী করা যায়। দুইটি ইলেকট্রোড বা তড়িৎদ্বারকে একই বা দুইটি ভিন্ন তড়িৎ বিশ্লেষ্যের দ্রবণে নিমজ্জিত করে তড়িৎ রাসায়নিক কোষ তৈরি করা হয়।
সকল তড়িৎ রাসায়নিক কোষে অ্যানোডে জারণ ও ক্যাথোডে বিজারণ ক্রিয়া সম্পন্ন হয়। এটি প্রধানত দুই ধরনের। (১) গ্যালভানিক কোষ ও (২) তড়িৎ বিশ্লেষ্য কোষ।