ঢালারচর এক্সপ্রেস ট্রেনের সময়সূচী

ঢালারচর এক্সপ্রেস’ ট্রেনের সময়সূচি

সাপ্তাহিক ছুটি: সোমবার

পাবনার ঢালারচর থেকে রাজশাহীগামী ‘ঢালারচর এক্সপ্রেস’ ট্রেনটি গত ২৬ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে।
এর আগে ট্রেনটি ‘পাবনা এক্সপ্রেস’ নামে পাবনা থেকে রাজশাহী পর্যন্ত চলাচল করছিল।
গত ২৪ মার্চ থেকে করোনার কারনে সারাদেশের মতো পাবনায় চলাচলকারী একমাত্র ট্রেন ঢালারচর এক্সপ্রেস ট্রেনটিও বন্ধ হয়ে যায়।
প্রায় ৬ মাস পর গত ২৭ আগস্ট থেকে ট্রেনটি আবারও পাবনা-রাজশাহীর মধ্যে চলাচল করছে।
করোনার কারনে ট্রেনটির সময়সূচির কোন পরিবর্তন হয়নি।

পশ্চিমাঞ্চল রেলওয়ে সূত্র জানায়, বন্ধের দিন সোমবার ছাড়া ট্রেনটি প্রতিদিন পাবনার ঢালারচর থেকে রাজশাহীর উদ্দেশ্যে ছাড়বে সকাল ৭টা২৫ মিনিটে।
এরপর বাঁধেরহাট ৭টা ৩৬, কাশীনাথপুর ৭টা ৫২, চিনাখোড়া ৮টা ০৭, তাতীবান্ধা ৮টা ২০, দুবলিয়া ৮টা ২৯, রাঘবপুর ৮টা ৪১, পাবনা ৮টা ৫২, টেবুনিয়া ৯টা ০৬, দাশুরিয়া ৯টা ২০, মাঝগ্রাম ৯টা ৩২, ঈশ্বরদী বাইপাস ৯টা ৪০, আজিমনগর ৯টা ৫০, আব্দুলপুর ১০টা ০০, আড়ানী ১০টা ১৪, সরদহ রোড ১০টা ৩৩ এবং রাজশাহী পৌঁছাবে ১১টা ১০ মিনিটে।

রাজশাহী থেকে ঢালারচর অভিমুখে ছাড়বে বিকেল ৪টা ৩০, সরদহ রোড ৪টা ৪৭, আড়ানী ৫টা ০৬, আব্দুলপুর ৫টা ২০, আজিমনগর ৫টা ৩০, ঈশ্বরদী বাইপাস ৫টা ৪০, মাঝগ্রাম ৫টা ৪৮, দাশুরিয়া ৬টা ০০, টেবুনিয়া ৬টা ১৪, পাবনা ৬টা ২৮, রাঘবপুর, ৬টা ৪০, দুবলিয়া ৬টা ৫২, তাতীবান্ধা ৭টা ০১, চিনাখোড়া ৭টা ১৪, কাশীনাথপুর ৭টা ৩০, বাঁধের হাট ৭টা ৪৬ এবং ঢালারচর পৌঁছাবে রাত ৮টা ১৫ মিনিটে।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *