ফেসবুক (Facebook) হলো বর্তমান বিশ্বে সর্বাধিক আলোচিত বিষয়। বর্তমানে যতগুলো সামাজিক নেটওয়ার্ক আছে তার মধ্যে ফেসবুক হলো অন্যতম। একটি সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্যে এ নেটওয়ার্কটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ নেটওয়ার্কটির কল্যাণে আমরা হাজার মাইল দূরে থেকেও খুবই ঘনিষ্ঠভাবে প্রতি মুহূর্তে যোগাযোগ রাখতে পারছি। ইন্টারনেট ব্যবহার করে এই নেটওয়ার্কের মাধ্যমে একজন অন্যজনের সাথে ভাব বিনিময় করে, তথ্য বিনিময় করে, ছবি, ভিডিও বিনিময় করে, কথাবার্তা বলে কিংবা বিশেষ কোনো একটা বিষয়ক আলোচনা করতে পারে।
ফেসবুকে ‘বন্ধু’ কারা?
ফেসবুক ব্যবহারকারী একজন মানুষের সঙ্গে অন্য যত মানুষের যোগাযোগ থাকবে তারা সবাই হচ্ছে তার ‘বন্ধু’।
ফেসবুক ব্যবহারের সুবিধা ও অসুবিধা।
ফেসবুক হলো সামাজিক যোগাযোগের জনপ্রিয় ওয়েবসাইট। ফেসবুক ব্যবহারের বেশ কিছু সুবিধা নিচে দেওয়া হলোঃ
- খুব সহজে পরিচিত-অপরিচিত মানুষের সাথে যোগাযোগ করা যায় এবং বন্ধু হওয়া যায়।
- অল্প সময়ে ও স্বল্প ব্যয়ে একাধিক বন্ধুর খোঁজ নেওয়া যায়।
- পারস্পরিক সম্পর্কের স্থায়িত্ব বাড়ে।
- বিভিন্ন শিক্ষামূলক পেজ দেখার মাধ্যমে জ্ঞান বাড়ে।
- দ্রুত দেশ-বিদেশের সংবাদ পাওয়া যায়।
- গণসচেতনতা এবং সামাজিক মূল্যবোধ বাড়াতে সাহায্য করে।
- অন্যায়ের বিরুদ্ধে জনমত তৈরিতে এবং সৃষ্টিশীল কাজে উৎসাহ বাড়ে।
ফেসবুকের এত সব সুবিধার পাশাপাশি কিছু অসুবিধাও রয়েছে। নিচে ফেসবুক ব্যবহারের কিছু অসুবিধা উল্লেখ করা হলোঃ
- বর্তমান সময়ে স্বল্প বয়সীদের কাছে ফেসবুক আসক্তির মতো।
- অসঙ্গতিপূর্ণ বা অসামাজিক কোন পোস্টের দরুন ব্যবহারকারী মানসিকভাবে আহত হতে পারে।
- তরুণ-তরুণীদের বিপথে যাওয়ার সম্ভাবনা বেড়ে যায়।