পদার্থ বিজ্ঞান বা রসায়নে খুব অল্প পরিমাণ জিনিসের ভর সুক্ষ্মভাবে মাপার প্রয়ােজন হয়। তখন সাধারন নিক্তির সাহায্যে তা পরিমাপ করা সম্ভব হয় না। বস্তু বা পদার্থের ভর যত কম হবে, তার ভর পরিমাপের জন্য তত সুক্ষ্ম নিক্তির প্রয়ােজন হবে।
এই রকম একটি সুক্ষ নিক্তি হল তুলা যন্ত্র। পদার্থ বিজ্ঞান বা রসায়ন বিজ্ঞানের ল্যাবরেটরীতে খুব অল্প পরিমাণ নমুনার ভর পরিমাপ করতে এই যন্ত্র ব্যবহার করা হয়। কারণ ল্যাবরেটরীতে কোন জিনিসের ভর সঠিকভাবে পরিমাপ করতে না পারলে ঐ পরীক্ষণের ফলাফল ভুল আসতে পারে এবং পরীক্ষণের উদ্দেশ্য সফল হতে পারে না।