যদি দুই বা তার বেশি কঠিন পদার্থ একই আকৃতির স্ফটিক তৈরি করে তাহলে ঐ পদার্থের একটিকে অপরটির সমরূপী বলে এবং এ বিষয়টাকে সমরূপতা বলে। যেমন– সাদা ভিট্রিওল ও অপসম লবণ। এরা একই আকৃতির কেলাস বা স্ফটিক গঠন করে। অতএব এদের একটিকে অপরটির সমরূপী বলে।

5/5 - (1 vote)

By Mithu Khan

I am a blogger and educator with a passion for sharing knowledge and insights with others. I am currently studying for my honors degree in mathematics at Govt. Edward College, Pabna.