অ্যালিফেটিক হাইড্রোকার্বন কাকে বলে? কত প্রকার ও কি কি?
কার্বন ও হাইড্রোজেনের সমন্বয়ে গঠিত মুক্ত শিকল, বদ্ধ শিকল ও শাখাযুক্ত শিকলবিশিষ্ট যৌগকে অ্যালিফেটিক হাইড্রোকার্বন বলে। এই যৌগে কার্বন-কার্বন একক বন্ধন, দ্বি-বন্ধন এবং ত্রি-বন্ধন থাকে তবে অ্যারোমেটিক বৈশিষ্ট্য থাকে না।
অ্যালিফেটিক হাইড্রোকার্বন দুই প্রকার। যথা : (১) মুক্ত শিকল হাইড্রোকার্বন ও (২) বদ্ধ শিকল হাইড্রোকার্বন।